WBBSE class 10th Physical Science suggestion - Important Question Answer of Physical Science.
এখানে আমরা ক্লাস ১০ এর ভৌত বিজ্ঞান বই এর 1ম অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Physical Science Class 10th Suggestion -
এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion and question answer.
read this question and answer you can give all M.C.Q type answer.
পরিবেশের জন্য ভাবনা
Concern about our Environment.
~: Important Qestion & Answer :~
~: মাধ্যামিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর :~
সঠিক উত্তরটি নির্বাচন করো।
1.প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? –
A.মিথেন
B.জলীয় বাষ্প
C.কার্বন ডাইঅক্সাইড
D.অক্সিজেন।
View Answer
2. গ্রীনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? –
A.N2O
B.CH4
C.CO2
D.H2O
View Answer
3.কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে –
A.N2
B.O2
C.CH4
D.He
View Answer
4. গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থান করে কার্যপ্রণালী চালায়?
A.ট্রপোস্ফিয়ারে
B.স্ট্র্যাটোস্ফিয়ারে
C.মেসোস্ফিয়ারে
D.থার্মোস্ফিয়ারে।
View Answer
5. বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ববিশিষ্ট স্তরটি হল –
A.থার্মোস্ফিয়ার
B.টপোস্ফিয়ার
C.মেসোস্ফিয়ার
D.স্ট্র্যাটোস্ফিয়ার।
View Answer
6.বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে –
A.ট্রপোস্ফিয়ার
B.স্ট্র্যাটোস্ফিয়ার
C.মেসোস্ফিয়ার
D.এক্সোস্ফিয়ার।
View Answer
7. ওজোনমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? –
A.ট্রপোপজ
B.মেসোপজ
C.স্ট্যাটোপজ
D.ম্যাগনেটোপজ।
View Answer
8. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে –
A.ম্যাগনেটোস্ফিয়ার
B.ওজোনোস্ফিয়ার
C.থার্মোস্ফিয়ার
D.ট্রপোস্ফিয়ার।
View Answer
9.বায়ুমণ্ডলের কোন্ স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয়?
A.ট্রপোস্ফিয়ার
B.মেসোস্ফিয়ার
C.আয়নোস্ফিয়ার
D.এক্সোস্ফিয়ার-এ।
View Answer
10. উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মির বিকিরণ করে সেটি হল –
A.দৃশ্যমান রশ্মি
B.অতিবেগুনি রশ্মি
C.অবলোহিত রশ্মি
D.X-রশ্মি।
View Answer
11.পৃথিবীপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ হল –
A.100mb
B.1013mb
C.1mb
D.76mb
View Answer
12.ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে -
A.O
B.CFC
C.Uv ray
D.CH4
View Answer
13. পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষয়প্রাপ্ত হয়?-
A.নিরক্ষীয় অঞ্চল
B.উপকূলবর্তী অঞ্চল
C.মেরু অঞ্চল
D.কোনটিই নয়।
View Answer
14.ওজোন স্তরের ধ্বংসে অনুঘটকের কাজ করে –
A.NO
B.NO2
C.NO3
D.CFC
View Answer
15.ওজোন গ্যাসের ঘনত্ব সবথেকে কম-
A.মেরু অঞ্চল
B.নিরক্ষীয় অঞ্চলে
C.মধ্যঅক্ষাংশ অঞ্চলে
D.ক্রান্তীয় অঞ্চলে।
View Answer
16.অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় –
A.সক্রিয় কার্বন পরমাণু
B.সক্রিয় ক্লোরিন পরমাণু
C.সক্রিয় ফ্লুওরিন পরমাণু
D.সক্রিয় হাইড্রোজেন পরমাণু
View Answer
17. একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হল –
A.মিথেন
B.অক্সিজেন
C.নাইট্রোজেন
D.কার্বন ডাই অক্সাইড
View Answer
18. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী--
A.Y-রশ্মি
B.uv-রশ্মি
C.ইনফ্রারেড রশ্মি
D.x-রশ্মি।
View Answer
19. ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টি সৃষ্টি হয় –
A.ট্রপোস্ফিয়ারে
B.স্ট্র্যাটোস্ফিয়ারে
C.ম্যাগনেটোস্ফিয়ারে
D.এক্সোস্ফিয়ারে।
View Answer
20.প্রদত্ত কোন জোড়টি গ্রিনহাউস গ্যাস নয়? –
A.CO2, CH4
B.O2. N2
C.CFC, CH4
D.N2O, CO2
View Answer
21.ওজোনোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব প্রায় -
A.30ppm
B.10ppm
C.40ppm
D.20ppm
View Answer
22. সদত্ত কোন্টি এলেন স্তরকে ক্ষয় করে না? –
A.NO
B.N2O
C.CO2
D.CFC
View Answer
23. বায়ুমণ্ডলের উন্নতম স্তর হল–
A.এক্সোস্ফিয়ার
B.থার্মোস্ফিয়ার
C.ওজোনোস্ফিয়ার
D.আয়নোস্ফিয়ার।
View Answer
24.মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায়, তা হল –
A.টুপোস্ফিয়ার
B.স্ট্র্যাটোস্ফিয়ার
C.আয়নোস্ফিয়ার
D.মেসোস্ফিয়ার।
View Answer
25.ওজোন স্তরের ক্ষয় ঘটায়-
A.SO2
B.CO2
C.CxYx
D.হ্যালনসমূহ।
View Answer
26. সুমেরু অঞ্চলে টুপোস্ফিয়ারের বিস্তৃতি –
A.18
B.8
C.50
D.20km
View Answer
27. স্ট্যাটোপজের উন্নতা –
0°C
A.0°C
B.50°C
C.- 50°C
D.100°C
View Answer
28. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2-এর অবদান –
A.10%
B.30%
C.50%
D.80%
View Answer
শূন্যস্থান পূরণ করো।
29. ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা __।
View Answer
30.বডি স্প্রেতে থাকা___গ্যাস হল গ্রিনহাউস গ্যাস।
View Answer
31.গ্রীনহাউস ইফেক্ট এর ফলে___ ঘটছে ।
View Answer
32. অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ___ ক্যান্সার হয় ।
View Answer
33.অশান্ত মন্ডলে বায়ুর __ স্রোতের কারণে ঝড় হয়।
View Answer
34.সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে __ পদ্ধতিতে।
View Answer
35.কেনেলি হেভিসাইড স্তরটি___ স্তরের অন্তর্গত।
View Answer
36.পৃথিবীর ছাতা ও প্রাকৃতিক সানস্ক্রিন নামে পরিচিত বায়ুমণ্ডলের __ স্তর।
View Answer
37.ঘন মন্ডল এর অপর নাম __।
View Answer
38.বায়ুমণ্ডলের ___ স্তরে বায়ুর চাপ সর্বোচ্চ বেশি।
View Answer
সত্য অথবা মিথ্যা নির্বাচন করো।
39.ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক।
View Answer
40.ট্রপোস্ফিয়ারের ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়।।
View Answer
41.বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার।
View Answer
42.গ্রীন হাউস এফেক্ট এর জন্য দায়ী দুটি গ্যাস হল নাইট্রোজেন ও অক্সিজেন।
View Answer
43.নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল এর দিকে বায়ু প্রবল বেগে ছুটে এলে তাকে ঝড় বলে।
View Answer
44.ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4°C উষ্ণতায় হ্রাস পায়।
View Answer
45.বেতার যোগাযোগ ব্যবস্থায় এক্সোস্ফিয়ার অংশগ্রহণ করে।
View Answer
46.বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে উষ্ণতার পরিবর্তন নিয়মিত।
View Answer
47.দিনের বেলা সমুদ্র বায়ু প্রবাহিত হয়।
View Answer
48.একটি ক্লোরিন পরমাণু প্রায় এক লক্ষ ওজন অনুকে ধ্বংস করতে পারে।
View Answer
WBBSE class 10th Physical Science suggestion - Important Question Answer of Physical Science.
WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion and question answer.
Madhyamik Suggestion for 2022. মাধ্যামিক প্রশ্ন ও উত্তর এবং সাজেশন ২০২২ ।
Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings.
So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras youtube channel
আর ও দেখুন ঃ
West Bengal WBBSE Class 10th Physical Science Question Answer | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান – Father`s help by R.K.Narayan – প্রশ্ন উত্তর - Click here.
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ( Physical Science ) সাজেশন (পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) এর প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal মাধ্যমিক ভৌতবিজ্ঞান / Physical Science Examination ২০২২ সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন।
দশম শ্রেণী ভৌতবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন --
WBBSE - ভৌতবিজ্ঞান - মাধ্যামিক - 2022
পরিবেশের জন্য ভাবনা
(অধ্যায়-১)
~: Important MCQ Qestion & Answer ( গুরুত্বপূর্ণ বহুবিকল্পীয় প্রশ্নোত্তর ) : পরিবেশের জন্য ভাবনা :~
~: মাধ্যামিক ভৌতবিজ্ঞান :~
1.সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে --
A. ট্রপোস্ফিয়ার
B. থার্মোস্ফিয়ার
C. ওজোনস্ফিয়ার
D. ম্যাগনেটোস্ফিয়ার
View Answer
2. একটি অপ্রচলিত শক্তির উৎস হল --
A. কেরোসিন
B. বায়োগ্যাস
C. ডিজেল
D. পেট্রোল
View Answer
3. প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল --
A. নাইট্রাস অক্সাইড
B. ক্লোরোফ্লুরো কার্বন
C. কার্বন ডাইঅক্সাইড
D. মিথেন
View Answer
4. প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ --
A. 0.5℃
B. 0.05℃
C. 0.2℃
D. 1℃
View Answer
5. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় --
A. ট্রপোস্ফিয়ার
B. থার্মোস্ফিয়ার
C. ওজোনস্ফিয়ার
D. ম্যাগনেটোস্ফিয়ার
View Answer
6. বায়োগ্যাস এর মূল উপাদানটি হল --
A. CO2
B. CH4
C. H2S
D. H2
View Answer
7. বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম শান্ত মণ্ডল --
A. স্ট্রাটোস্ফিয়ার
B. থার্মোস্ফিয়ার
C. ওজোনস্ফিয়ার
D. ম্যাগনেটোস্ফিয়ার
View Answer
8. বেতার তরঙ্গ প্রতিফলিত করে কোন স্তর--
A. স্ট্রাটোস্ফিয়ার
B. আয়নোস্ফিয়ার
C. ওজোনস্ফিয়ার
D. ম্যাগনেটোস্ফিয়ার
View Answer
9. সৌর শক্তির উৎস হল --
A. কয়লা
B. নিউক্লিও বিভাজন
C. নিউক্লিও সংযোজন
D. পেট্রোলিয়াম
View Answer
10. বায়ফুয়েল এর একটি উদাহরণ হল --
A. কাঠ
B. পেট্রোল
C. কয়লা
D. LPG
View Answer
~: শূন্যস্থান পূরণ - ( Fill in the blanks ) : পরিবেশের জন্য ভাবনা :~
~: মাধ্যামিক ভৌতবিজ্ঞান :~
1. বায়ুমণ্ডলের________স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ।
View Answer
2. রেফ্রিজারেটারে________জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয় ।
View Answer
3. ________ হল পুনরায় নবীকরণ যোগ্য শক্তির উৎস ।
View Answer
4. জোয়ারভাটার সময় জলস্রোতকে কাজে লাগিয়ে ________উৎপন্ন করা হয় ।
View Answer
5. অক্সিজেনের অণু অতিবেগুনি রশ্মির________কণার দ্বারা বিয়োজিত হয় ।
View Answer
6. মেসোস্পিয়ার এ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ________ ।
View Answer
7. বায়ুমণ্ডল এর সর্বনিম্ন উষ্ণতার মান ________ থাকে ।
View Answer
8. সূর্য থেকে তাপ________পদ্ধতিতে পৃথিবীতে আসে ।
View Answer
9. স্ট্রাটোস্ফিয়ার এ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ________ থাকে।
View Answer
10. অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের________ক্যানসার হয় ।
View Answer
~: সত্য বা মিথ্যা নির্ণয় কর - ( True or False ) : পরিবেশের জন্য ভাবনা :~
~: মাধ্যামিক ভৌতবিজ্ঞান :~
1. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী একটি গ্যাস হল নাইট্রোজেন।
View Answer
2. সৌরকোশে বায়ুশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
View Answer
3. স্ট্রাটোস্ফিয়ার কে শান্তমণ্ডল বলে।
View Answer
4. তুন্দ্রা অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়।
View Answer
5. ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে।