1.What is the minimum age to become a member of Lok Sabha in India? (a) 30 years (b) 18 years (c) 25 years (d) 35 yearsView Answer2.Procedure for the amendment of the Constitution is taken form.... (a) USA (b) Russia (c) South Africa (d) CanadaView Answer3.Directive principles of State Policy is mentioned in which part of the Indian constitution? (a) Part I (b) Part VI (c) Part VIII (d) Part IVView Answer4.Which of the following article of the Constitution is related to Uniform Civil Code? (a) Article 45 (b) Article 39 (c) Article 44 (d) Article 40View Answer5.Which of the following have the right to start an All Indian Service? (a) Rajya Sabha (b) Lok Sabha (c) Parliament (d) PresidentView Answer6. Who among the following is the Supreme Commander of Indian armed forces ? (a) President of India (b) Vice President of India (c) Prime Minister of India (d) Defense Minister of IndiaView Answer7. The Prime Minister is appointed by which one of the following? (a) Attorney general of India (b) President (c) Vice-president (d) Chief justice of IndiaView Answer8. Which of the article deals with the grants in aid by the Union government to the states? a. Article 270 b. Article 280 c. Article 275 d. Article 265View Answer9. The total number of Ministers including the Prime Minister shall not exceed.... (a) 20% members of the Lok sabha (b) 10% members of the Lok sabha (c) 25% members of the Lok sabha (d) 15% members of the Lok sabhaView Answer10. Which of the following articles of the Indian Constitution is related to Gram Panchayat ? (a) Article 35 (b) Article 38 (c) Article 40 (d) None of TheseView Answer
August 04, 2020
Competitive Exam
No comments
July 30, 2020
Competitive Exam
No comments
Here is the important year and dates of Modern History. It is very common question for all Competitive exam...
Important year of history
Event | Year |
---|---|
শিল্প বিপ্লব | ১৭৬০ |
আমেরিকা মুক্ত / স্বাধীন | ১৭৭৬ |
১ম ভার্সাই চুক্তি-( আমেরিকা মুক্ত / স্বাধীন হওয়ার চুক্তি ) | ১৭৮০ |
ফোর্ট উইলিয়াম কলেজ | ১৮০০ |
ট্রাফালগার যুদ্ধ | ১৮০৫ |
ওয়াটার লুর যুদ্ধ | ১৮১৫ |
বঙ্গভঙ্গ | ১৯০৫ |
বঙ্গভঙ্গ রদ | ১৯১১ |
টাইটানিক ধংস | ১৯১২ |
রবীন্দ্র নাথে নোবেল লাভ | ১৯১৩ |
ফিফা গঠিত | ১৯০৪ |
নোবেল চালু | ১৯০১ |
ফরাসি বিপ্লব | ১৭৮৯ |
সুয়েজ খাল খনন | ১৮৬৯ |
দাশ প্রথার বিলোপ | ১৮৬৩ |
১ম বিশ্বযুদ্ধ শুরু হয় | ১৯১৪ |
রুশ বিপ্লব | ১৯১৭ |
১ম বিশ্বযুদ্ধ শেষ | ১৯১৯ |
২য় ভার্সাই চুক্তি | ১৯১৯ |
ঢাবি স্থাপিত | ১৯২১ |
হিটলার জার্মান চ্যান্সলর হন | ১৯৩৩ |
২য় বিশ্বযুদ্ধ শুরু | ১৯৩৯ |
ছিয়াত্তরের মন্বন্তর | ১১৭৬ (বাংলা)( ১৭৭০ খি.) |
২য় বিশ্বযুদ্ধ শেষ | ১৯৪৫ |
জাতিসংঘ | ১৯৪৫ |
দেশ বিভাগ( ভারত- পাকিস্তান) | ১৯৪৭ |
আরব-ইসরায়েল যুদ্ধ | ১৯৪৮ |
বিবিসি বাংলার যাত্রা | ১৯৪৯ |
মানব কর্তৃক এভারেস্ট বিজয় | ১৯৫৩ |
সুয়েজ খাল জাতীয়করণ | ১৯৫৬ |
চাঁদে ১ম মানুষ যায় | ১৯৬৯ |
আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ | ১৯৭৯ |
ফকল্যান্ড যুদ্ধ ( আর্জেন্টিনা - বৃটেন) | ১৯৮২ |
দুই জার্মানী একত্রিত হয় | ১৯৯০ |
শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান | ১৯৯৩ |
নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন | ১৯৯৪ |
সিটি বিটি সই হয় | ১৯৯৬ |
সিটি বিটি অনুমোদন | ২০০০ |
জাতিসংঘ নোবেল পায় | ২০০৭ |
ম্যাগনাকার্টা চুক্তি | ১২১৫ |
July 26, 2020
Competitive Exam
1 comment
July 24, 2020
Competitive Exam
1 comment
ভূগোল প্রশ্ন উত্তর সেট -2
১. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে ?
উঃ ধ্রিয়ান।
২. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম ?
উঃ ইন্দিরা পয়েন্ট।
৩. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে ?
উঃ এিপুরা।
৪. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে ?
উঃ সুবর্ণরেখা।
৫.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায় ?
উঃ গির অরণ্যে।(Gujarat) .
৬. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত ?
উঃ হিমাচল
প্রদেশ।
৭. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে ?
উঃ সিকিম।
৮. কালিকটের পরিবর্তিত নাম ?
উঃ কোঝিকোড়।
৯. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত ?
উঃ ডেকানট্র্যাপ।
১০. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম ?
উঃ নকরেক।
১১. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উঃ মহেন্দ্রগিরি।
১২. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে ?
উঃ সাসার।
১৩. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উঃ কলসুবাই।
১৪. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী ?
উঃ পূর্না।
১৫. ভারতে সবচেয়ে দীর্ঘ
সমুদ্র সৈকত কোন রাজ্য আছে ?
উঃ মহারাষ্ট্রে।
১৬. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন ?
উঃ রাত্রি সমান হয়– ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
১৭. ভারতের প্রাচীনতম পর্বতের নাম ?
উঃ আরাবল্লী।
১৮. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র ?
উঃ ছত্তিশগড়ের
ভিলাই।
১৯. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
উঃ গুজরাট।
২০. ভারতের দীর্ঘতম বাঁধের নাম ?
উঃ হিরাক ।
July 22, 2020
Competitive Exam
1 comment
ভূগোল প্রশ্ন উত্তর সেট -১
১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম ?
উঃ লুনী ও মাহি।
২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ?
উঃ সিকিম।
৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ ভানুগালু
( তুরষ্ক) ।
৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায় ?
উঃ নীলগিরি
পার্বত্য অঞ্চলে।
৫. রামেশ্বর মন্দির কোন
রাজ্যে অবস্থিত ?
উঃ তামিলনাডু।
৬. খাদার কী ?
উঃ নবীন
পলিমাটি।
৭. ভাঙ্গার কী ?
উঃ প্রাচীন পলিমাটি।
৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয় ?
উঃ জেমু
হিমবাহ।
৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি ?
উঃ ব্যবচ্ছিন্ন।
১০. কোন মেঘে বৃষ্টি হয় ?
উঃ নিম্বাস।
১১. পশ্চিমবঙ্গের কোন জেলায়
মহাকুমা নেই ?
উঃ কলকাতা।
১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয় ?
উঃ অয়ন
বায়ু।
১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় ?
উঃ স্ট্র্যাটোকিউমুলাস।
১৪. টাইফুন কোথায় দেখা যায় ?
উঃ চিন ও জাপান উপকুলে।
১৫. হ্যারিকেন কোথায় দেখা যায় ?
উঃ পশ্চিম ভারতে।
১৬. সিডার ঝড় কোথায় দেখা যায় ?
উঃ ভারত
ও বাংলাদেশ।
১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয় ?
উঃ মার্কিন
যুক্তরাষ্ট্রে।
১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি ?
উঃ চিল্কা।
১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত ?
উঃ মনিপুরে।
২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত ?
উঃ রাজস্থান।
২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত ?
উঃ জম্বু
ও কাশ্মীর।
২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ তামিলনাডু।
২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
উঃ ডাল।
২৪. পূর্ব রেল পথের সদর কোথায় ?
উঃ কলকাতা।
২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ?
উঃ পাললিক
শিলায়।