Showing posts with label Class 10 Geography. Show all posts
Showing posts with label Class 10 Geography. Show all posts

Class 10 Geography Important Question Lesson- 1

মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী প্রথম অধ্যায়

WBBSE class 10th Geography suggestion - বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ. এখানে আমরা ক্লাস ১০ এর ভূগোল বই এর প্রথম অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ভূগোল ক্লাস টেন সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Geography Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Geography Suggestion and question answer. read this question and answer you can give all M.C.Q type answer.

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

grography

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী ভূগোল সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে

(ক) বহির্জাত প্রক্রিয়া

(খ) অন্তর্জাত প্রক্রিয়া

(গ) গিরিজনী আলােড়ন

(ঘ) মহিভাবক আলােড়ন

View Answer

2.লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয়প্রক্রিয়াটি হল—

(ক) অবঘর্ষ ক্ষয়

(খ) ঘর্ষণ ক্ষয়

(গ) জলপ্রবাহ ক্ষয়

(ঘ) দ্রবণ ক্ষয়

View Answer

3.পাখির পায়ের মতাে আকৃতির বদ্বীপ দেখা যায় -

(ক) নীলনদের মােহানায়

(খ) ব্রহ্মপুত্র নদের মােহানায়

(গ) গঙ্গানদীর মােহানায়

(ঘ) মিসিসিপি-মিসৌরী নদীর মােহানায়

View Answer

4.নদীর পার্শ্বক্ষয়ের ফলে-

(ক) 'I'

(খ) 'V'

(গ) 'U'

(ঘ) ডেল্টা বা '∆' আকৃতির উপত্যকা সৃষ্টি হয়

View Answer

5.মন্থকূপ সৃষ্টি হয়—

(ক) নদী

(খ) বায়ু

(গ) হিমবাহ

(ঘ) সমুদ্রস্রোতের ক্ষয়কাজের ফলে

View Answer

6.সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে বলা হয়—

(ক) হিমপ্রাচীর

(খ) হিমদ্রোণি

(গ) হিমস্তূপ

(ঘ) হিমশৈল

View Answer

7. তির্যক বালিয়াড়িকে বলে—

(ক) সিফ্

(খ) বার্খান

(গ) প্লায়া

(ঘ) লােয়েস

View Answer

8.লােহাচড়া দ্বীপ অবস্থিত-

(ক) বাংলাদেশে

(খ) পশ্চিমবঙ্গে

(গ) ওড়িশায়

(ঘ) মায়ানমারে

View Answer

9.বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত হয়—

(ক) করি

(খ) বার্খান বালিয়াড়ি

(গ) গিরিখাত

(ঘ) ড্রামলিন

View Answer

10.নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়-

(ক) নগ্নীভবন প্রক্রিয়ায়

(খ) অবরােহণ প্রক্রিয়ায়

(গ) অবঘর্ষ প্রক্রিয়ায়

(ঘ) আরােহণ প্রক্রিয়ায়।

View Answer

Class 10 Geography Important Question Lesson- 1

মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী প্রথম অধ্যায়



WBBSE class 10th Geography suggetion - Important Question answer of বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ. এখানে আমরা ক্লাস ১০ এর ভূগোল বই এর প্রথম অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ভূগোল ক্লাস টেন সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Geography Class 10th Suggestion 2021 - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Geography Suggestion and question answer. read this question and answer you can give all M.C.Q type answer.

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

~: Important Qestion & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী ভূগোল সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?

শিলামন্ডল ও ভূগর্ভের বিভিন্ন অংশের যে প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে বিভিন্ন ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি !

2.বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?

যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া!

3.জলচক্র কাকে বলে?

জলের বারিমন্ডল থেকে যাত্রা শুরু করে বায়ুমণ্ডল হয়ে আবার বারিমন্ডলের ফিরে আসার এই চক্রাকার গতিকেই বলে জলচক্র!

4.নদী কাকে বলে?

নদীর হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা, যা পার্বত্য অঞ্চল উচ্চভূমিতে বৃষ্টির জল, বরফ গলা জল অথবা প্রস্রবনের জল থেকে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনা দিকে প্রবাহিত হয়, একেই নদী বলে!

5.অববাহিকা কাকে বলে?

কোন প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখানদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে কোন নদীর অববাহিকা বলা হয়!

6.জলবিভাজিকা কাকে বলে?

যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে, সেই উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল কে জলবিভাজিকা বলে! উদাহরণ: মধ্য এশিয়ার পার্বত্য ভূমি কে পৃথিবীর সর্ব প্রধান জলবিভাজিকা বলা হয়.

7.পৃথিবীর সর্ব প্রধান জলবিভাজিকা কি?

মধ্য এশিয়ার পার্বত্য ভূমি হলো পৃথিবীর সর্ব প্রধান জলবিভাজিকা.

8.আদর্শ নদী কাকে বলে?

যে সমস্ত নদীর তিনটি গতি উচ্চগতি মধ্যগতি নিম্নগতি স্পষ্ট দেখা যায় তাকে আদর্শ নদী বলে . যেমন গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদি.

9. জলপ্রবাহ ক্ষয় কাকে বলে?

পার্বত্য অঞ্চলে নদীর স্রোতের প্রবল আঘাতের ফলে নদী খাত ও নদীর দু'পাশে থাকা পাথর খন্ড গুলির ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং নদীর স্রোতের সঙ্গে বহু দূরে বাহিত হয় একে জলপ্রবাহ বলে.

10.অবঘর্ষ ক্ষয় কাকে বলে?

নদীবাহিত পাথর খণ্ডের সঙ্গী নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়, যা নদীখাতকে আরো তাড়াতাড়ি ঘর আয় করতে সাহায্য করে. নদীর ক্ষয় কাজের এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলা হয়!

11.ঘর্ষণ ক্ষয় কাকে বলে?

নদীর পাথর খন্ড গুলি একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয় প্রথমে ছোট ছোট মসৃণ গোলাকার পাথর খণ্ডে এবং অবশেষে বাড়ি তে পরিণত হয় এই প্রক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলে.

12.+দ্রবণ ক্ষয় কাকে বলে…?

অনেক সময় লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর জলে দ্রবীভূত অম্লের পূর্বের রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে দ্রবণ ক্ষয় বলে.

13.লম্ফদান প্রক্রিয়া কি?

নদীর স্রোতের টানে কিছু কিছু শিলাখণ্ড নদী খাতে বারবার ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে চলে এবং কালক্রমে নদী পথে প্রবাহিত হয়. এই খেলাম প্রদান প্রক্রিয়া বলে.

14. টীকা লেখ:

'v' আকৃতির উপত্যকা:

নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদী প্রধানত নিম্নক্ষয়ই করে বলে নদীখাত প্রথমে "I" আকৃতির এবং পরে অববাহিকার ও জলপ্রবাহের দ্বারা পার্শ্বক্ষয়ের ফলে ক্রমশ 'V'অক্ষরের আকার ধারণ করে বলে ,একেই বলে ভি আকৃতির নদী উপত্যকা.

গিরিখাত:

বৃষ্টিবহুল উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্ন ক্ষয় এর মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়। এই ধরনের অতি গভীর ও সংকীর্ণ উপত্যকা কে গিরিখাত বলা হয় । কোন কোন দেশের সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ায় উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয় ।
উদাহরণ: সাধারনত হিমালয় প্রভৃতি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলের গিরিখাত দেখতে পাওয়া যায় । হিমালয় পর্বতে অবস্থিত নেপালের কালী গণ্ডক নদীর কালী গণ্ডকী গিরিখাতটি হল বিশ্বের গভীরতম গিরিখাত। এর সর্বাধিক গভীরতা 5480 মিটার ।

ক্যানিয়ন:

মরু প্রায় শুষ্ক অঞ্চলের প্রতি সংকীর্ণ ও অতি গভীর গিরিখাত কে ক্যানিয়ন বলা হয় ।
উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হল পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন । এর দৈর্ঘ্য হল 483 কিলোমিটার , প্রস্থ 12 কিলোমিটার , এবং সর্বাধিক গভীরতা 1.9 কিলোমিটার ।

15. বিশ্বের বৃহত্তম গিরিখাত কি?

হিমালয় পর্বতে অবস্থিত নেপালের কালী গণ্ডক নদীর কালী গণ্ডকী গিরিখাত টি হলো বিশ্বের গভীরতম গিরিখাত।

16. বিশ্বের বৃহত্তম ক্যানিয়ন কি?

আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হল পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন।

17. বিশ্বের গভীরতম ক্যানিয়ন কি?

তিব্বতের ইয়ারলুং জ্যানবো হলো পৃথিবীর গভীরতম ক্যানিয়ন।