Class 10 Life Science Important Question Lesson-বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
WBBSE class 10th Life Science suggestion - Important Question answer of Heredity and common genetics Diseases .
এখানে আমরা ক্লাস ১০ এর বই জীবনবিজ্ঞান এর 3 অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
দশম শ্রেণী জীবনবিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ক্লাস টেন-WBBSE Life Science Class 10th Suggestion in bengali - life science class 10 bengali
এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer in bengali.
read this question and answer you can give all M.C.Q type answer.
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
UNIT -III
~: Important Question & Answer :~
~: মাধ্যামিক দশম শ্রেণী জীবনবিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর :~
1. দুটি সংকর লম্বা গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত কালো গিনিপিগের সংখ্যা নির্বাচন করো-
A. 25%
B. 50%
C. 75%
D. 100%
View Answer
2. মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের উপর নির্ভর করে তা নির্ণয় করো-
A. অটোজোমমের উপর
B. X এবং y ক্রোমোজোমের উপর
C. Y ক্রোমোজোমের উপর
D. X ক্রোমোজোমের উপর
View Answer
3. পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তা গণনা করো-
A. 100%
B. 25%
C. 75%
D. 50%
View Answer
4. Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা বিশ্লেষণ করে লেখ-
A. 2
B. 3
C. 1
D. 4
View Answer
5. একজন বর্ণান্ধতা রোগের বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক নির্বাচন করো-
A. সকল কন্যা বর্ণান্ধ
B. 25% পুত্র সন্তান স্বাভাবিক ও 25% পুত্র সন্তান
C. সকল পুত্র স্বাভাবিক
D. সকল কন্যা স্বাভাবিক
View Answer
6. দুটি সংকর লম্বা (Tt) উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘাটালে F2 জনুতে কত শতাংশ সংকর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে, তা নির্ধারণ করো-
A. 0%
B. 25%
C. 50%
D. 100%
View Answer
7. কোনটি থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্কিত নয় তা শনাক্ত করে -
A. যৌন ক্রোমোজোমবাহিত রোগ
B. অটোজোমবাহিত রোগ
C. অ্যানিমিয়ার সৃষ্টি
D. প্লীহার বৃদ্ধি
View Answer
8. পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হতে পারে তা গণনা করে লেখ-
A. 100%
B. 50%
C. 75%
D. 25%
View Answer
9. কোন রোগটি পুরুষের মধ্যে বেশি দেখা যায় তার নির্বাচন করো-
A. ক্যানসার
B. থালাসেমিয়া
C. যক্ষা
D. লাল সবুজ বর্ণান্ধতা
View Answer
10. মেন্ডেলে তার বংশগতিবিদ্যার পরীক্ষায় জন্য মটর গাছের কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন -
A. সাত জোড়া
B.পাঁচ জোড়া
C.দশ জোড়া
D. নয় জোড়া
View Answer
11. AABb থেকে প্রাপ্ত গ্রামেটের প্রকারভেদ গণনা করো-
A. 8
B. 3
C. 2
D. 4
View Answer
12. BbRr জিনোটাইপ নিচের কোন ফিনোটাইপ নির্দেশ করে তা স্থির করো-
A. কালো ও কর্কশ
B. কালো ও মসৃণ
C. সাদা ও কর্কশ
D. সাদা ও মসৃণ
View Answer
13. মেন্ডেলের তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হয় তার স্থির করো -
A.স্বাধীন সঞ্চারণ সূত্র
B. প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র
C.পৃথকীভবনের সূত্র
D. পরিব্যক্তি সূত্র
View Answer
14. কন্যাসন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্বাচন করো-
A. কেবল বাবা বর্ণান্ধ হলে
B. কেবল মা বর্ণান্ধ হলে
C. মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে
D. মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে
View Answer
15. নিচের কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ নির্দেশ করে তা নির্বাচন করো-
A. BbRR
B. bbRr
C. BBRR
D. BbRr
View Answer
16. নিচের কোনটি জিনগত রোগ নয় তা স্থির করো-
A. বর্ণান্ধতা
B. থ্যালাসেমিয়া
C. ম্যালেরিয়া
D. হিমোফিলিয়া
View Answer
17.পৃথিবীতে কোন দুটি জীব একবারে একই রকম হয় না এই নির্ণয় করে-
A.অত্যধিক জন্মহার
B.অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম
C.প্রকরন
D.প্রাকৃতিক নির্বাচন
View Answer
18. এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত হল-
A.3:1
B.1:2:1
C.9:3:3:1
D. 1:1:1:1
View Answer
19. দ্বি সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপ অনুপাত হল-
A. 9:3:3:1
B. 12:3:1
C.9:7
D.1:4:6:4
View Answer
20. মেন্ডেল প্রবর্তিত বংশগতির সম্পর্কিত দ্বিতীয় সূত্রটি হল-
A. প্রকটতার সূত্র
B.পৃথকীভবন সূত্র
C.স্বাধীন বিন্যাস সূত্র
D.প্রচ্ছন্নতার সূত্র
View Answer
21. দ্বিসংকর জনন পরীক্ষা F2 জনুর জিনোটাইপ অনুপাত হল-
A. 9:3:3:1
B. 12:3:1
C. 9:7
D. 1:2:2:4:1:2:1:2:1
View Answer
22. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হলো-
A. TT
B. Tt
C. tt
D. TTtt
View Answer
23. একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম সংযুক্তি হলো-
A. 44A+xy
B. 44A+xx
C. 44A+yy
D.44A+xxy
View Answer
24. একটি শুদ্ধ কালো BB ও একটি শুদ্ধ সাদা (bb)বর্ণের গিনিপিগের একসংকরায়ন পরীক্ষায় F2 জনুর কালো ও সাদা অনুপাত হবে-
A. 1:2
B. 2:1
C. 1:3
D. 3:1
View Answer
25. RrWw জিনেটাইটযুক্ত জীব থেকে যত প্রকার গ্যামেট সৃষ্টি হয় তার সংখ্যা-
A. 2টি
B. 4টি
C. 6টি
D. 8টি
View Answer
26. মেন্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিল?-
A সাত জোড়া
B. দশজোড়া
C. এক জোড়া
D. পাঁচ জোড়া
View Answer
27. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি হবে-
A.Tt
B.TT
C. tt
D.TTtt
View Answer
28. মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুন-
A. লম্বা
B.বেঁটে
C.সংকর বেটে
D.সংকর লম্বা
View Answer
29. মেন্ডেলের প্রথম সূত্রটি হল-
A. প্রকটতার সূত্র
B.স্বাধীন সঞ্চরনের সূত্র
C.পৃথকভবনের সূত্র
D.কোনোটিই সঠিক নয়
View Answer
30. মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুন ছিল-
A.বেঁটে গাছ
B.সাদা ফুল
C.হলুদ ফুল
D.বেগুনি ফুল
View Answer
~--শূন্যস্থান--~
31.বংশগতির একক হল ______________
View Answer
32.ক্রোমোজোমের পরিবর্তনের ফলে জীবের সৃষ্টি হয়........
View Answer
33.বিপরীতধর্মী জিনযুক্ত জীবকে বলে........
View Answer
34.........রোগে দেহের লোহা জমে
View Answer
35.মেন্ডেলের সূত্রে একটি ব্যতিক্রমী ঘটনা হলো..........
View Answer
36.বর্ণান্ধতা রোগের জিনটি......... ক্রোমোজোমে থাকে
View Answer
37. মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল.......... ও..........
View Answer
38.ফ্যাক্টর কথাটি প্রথম ব্যবহার করেন........
View Answer
39.বংশগতি ও......... একে অপরের পরিপূরক
View Answer
40.মানুষের 'Y' ক্রোমোজোমে......... জিন বর্তমান
View Answer
41. .........বংশগতির জনক
View Answer
সত্য ও মিথ্যা
42.সংকর লম্বা মটর গাছের জিনোটাইপ হল Tt
View Answer
43.11 জিনোটাইপ দ্বারা বিশুদ্ধ বেঁটে মটর গাছকে বোঝানো হয়
View Answer
44.জীবের প্রকরনে প্রধান কারণ হল পরিবেশের প্রভাব
View Answer
45.44A+xy হল একজন স্বাভাবিক মানুষের ক্রোমোজোম সংখ্যা
View Answer
46.মেন্ডেলের আবিষ্কৃত দ্বিতীয় সূত্রটি হল পৃথকীকরণের সূত্র
View Answer
47. প্রকরনে লাল ও সবুজ বর্ণান্ধতা বেশি দেখা যায়
View Answer
48.AA BB CC জিন থেকে দুই প্রকার গ্রামের উৎপন্ন হবে
View Answer
49.Tt x tt হল টেস্ট ক্রস
View Answer
50.সংলগ্ন কানের লতি প্রকট চরিএ
View Answer
51. রাতকানা রোগ একটি বংশগত রোগ
View Answer
52.X ক্রোমোজোম অ্যাক্রোসেন্টিক
View Answer
53. দ্বিসংকর জননের টেস্ট ক্রোসের অনুপাত 1:1:1
View Answer
54. XX হল পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম-
View Answer
55.মানুষের ক্ষুদ্রতম জিনটি হল ZFY -
View Answer
56. মানুষের লিঙ্গ নির্ধারণে X এবং Y ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে-
View Answer
আর ও দেখুন ঃ
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer in bengali | দশম শ্রেণী জীবনবিজ্ঞান –প্রশ্ন উত্তর -
Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবনবিজ্ঞান – জীবনের প্রবাহমানতা – প্রশ্ন উত্তর -
Click Here