এখানে মাধ্যামিক এর প্রথম অধ্যায় এর প্রশ্ন ও উত্তর দেওয়া হল। Madhyamik Class 10 Life Science M.C.Q Question Unit 1 . This is very important question for Madhyamik Candidate . WBBSE
~: Question & Answer :~
1. উদ্ভিদের যে
চলন উদ্দিপনা গতিপথ ও তিব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল-
A. ট্যাকটিক চলন
B. ট্রপিক চলন
C.কেমোন্য্যাস্টিক চলন D.
থার্মোন্য্যাস্টিক চলন
Ans- A. ট্যাকটিক চলন
2. সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা স্থির করে –
A.অনুকুল জিওট্রপিক B. প্রতিকূল জিওট্রপিক C. অনুকূল হাইড্রোট্রপিক D. কেমোন্যাস্টি.
Ans- A. অনুকুল জিওট্রপিক
3. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি কোন ধরনের চলন স্থির করে -
A.কোমোন্যাস্টি B.সিসমোন্যাস্টি C.ফোটোন্যাস্টি D.থামোন্যাস্টি
Ans- B.সিসমোন্যাস্টি
4.
পদ্মফুল দিনের আলোয় ফোটে এবং সন্ধ্যা বেলায় মুদে যায়,
এটি যে প্রকার চলন তা হল- A.থার্মোন্যাস্টি B.কেমোন্যাস্টি C.ফটোন্যাস্টি D.সিসমোন্যাস্টি
Ans- C. ফটোন্যাস্টি
5. মানুষের গমন পদ্ধতিতে কি পদ্ধতি বলে-
A.একপদ B.দ্বি পদ C.ত্রি পদ D. b&c
Ans- B. দ্বিপদ
6. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় –
A. বীজ B. পাতা C. ফুল D. ছাল
Ans – D.
ছাল
7. কোন হরমোন কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়-
A. অ্যাড্রিনালিন হরমোন B. গ্রোথ হরমোন C. গোনাডোট্রপিক হরমোন D.হোমিওস্ট্যাসিস হরমোন
Ans- A. অ্যাড্রিনালিন হরমোন
8. মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হল -
A. রেটিনা B. কর্নিয়া C.তারারন্ধ্র D.কোরয়েড
Ans- A. রেটিনা
9. মানুষের চোখের লেন্স এর আকৃতি হল-
A. অবতল
B.উত্তল C. দ্বি-উত্তল D. দ্বি- অবতল
Ans-B. উত্তল
10. চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে-
A.পিউপিল B.রেটিনা C.সিলিয়ারি পেশি D.আইরিশ
Ans- C. সিলিয়ারি পেশি
11. নিচের কোন জেড়টি সঠিক তা স্থির করো –
A. কর্নিয়া অ্ক্ষিগোলককে নির্দিষ্ট আকার
প্রদান করে B.আইরিশ অক্ষিগোলকের O2 এবং পুষ্টিসরবরাহ করে C রেটিনা- কর্নিয়াকে রক্ষা করে D.লেন্স উপযোজনে এর সাহায্য করে
Ans-D. লেন্স উপযোজনে এর সাহায্য করে
12. P.p-
মতে শর্করার রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো-
A. 120gm/100ml B.135gm/100ml C.130gm/100ml D.125gm/100ml
Ans- B.
135gm/100ml
13. হরমোন হল একটি-
A.উৎসেচক
B.গ্রাহক C.ভৌত সমন্বয়কারী D.রাসায়নিক সমন্বয়কারী
Ans-D. রাসায়নিক সমন্বয়কারী
14. ফাইটোহরমোন বলে কোন হরমোন কে-
A.উদ্ভিদ হরমোন B. প্রানী হরমোন C .A ও B দুটোই D. কোনটিই নই
Ans-A.উদ্ভিদ হরমোন
15. ডায়াবেটিস মেলিটাস
রোগটি হয়
কিসের অভাবে -
A. ভ্যাসোপ্রেসিন B. ইনসুলিন C.গ্লুকাগন
D. ADH
Ans- B. ইনসুলিন
16. নারকেল জলে কোন হরমোন থাকে -
A. অক্সিন
B. জিব্বেরেলিন C. সাইটোকাইন D. আড্রিনালিন
Ans- C. সাইটোকাইন
17. নিম্নলিখিত হরমোনের মধ্যে কোনটি উদ্ভিদের ব্যবহৃত কৃত্রিম হরমোন –
A. NAA B. IBA C. 2,4-D D.সবগুলো
Ans - D. সবগুলো
18. অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে
ক্ষরিত হরমোনটি
সনাক্ত করো-
A.থাইরক্সিন B.ইনসুলিন C. অ্যাড্রিনালিন D.টেস্টোস্টেরন
Ans-C.অ্যাড্রিনালিন
19. নীচের কোন হরমোনটি ক্যাল্যেরি উৎপাদনে অংশগ্রহণ করে তা নির্ণয় করো-
A. STH B. থাইরক্সিন C. ACTH D.
GTH
Ans- A.STH
20. রাগ ,ভয় ইত্যাদি মানবিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে বেড়ে যায় তার শনাক্ত করো -
A. STH B. ADH C. অ্যাড্রিনালিন D. থাইরক্সিন
Ans – C.
অ্যাড্রিনালিন
21. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ তা নির্ণয় করো-
A. ইনসুলিন হরমোনের অভাব
B.থাইরক্সিন হরমোনের অভাব
C.ADH
এর প্রভাব D.ACTH এর অভাব
Ans-C. ADH এর প্রভাব
22.
স্ত্রীদেহে পীতগ্রন্থির বৃদ্ধি ঘটায় যে হরমোন তা হলো-
A. LH B.TSH C.FSH D.LTH
Ans- A.
LH
23. লিখিতগুলির মধ্যে কোনটি মানবদেহের স্টেরয়েডধর্মী হরমোন-
A.টেস্টোস্টেরন B.ইস্ট্রোজেন C.A&B
Both D. অক্সিটোসিন
Ans- C. A&B Both
24. থাইরয়েড গ্রন্থি থেকে
নিঃসৃত হরমোন কোনটি-
A.অক্সিটোসিন B.থাইরক্সিন C.টেস্টোস্টেরন D.ইস্ট্রোজেন
Ans-B. থাইরক্সিন
25. বামনত্ব হয় কোন হরমোনের কম ক্ষরনে-
A. STH B. ADH C. TSH D. ACTH
Ans- A.
STH
26. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল-
A. নিউরোল্লিয়া B.নিউরোন C.নিউরোসাইটন D. পেরিক্যারিয়ান
Ans- B.নিউরোন
27. দেহতাপমাত্রা নিয়ন্ত্রনকারী মস্তিস্কের অংশটি হল –
A. হাইপোথ্যালামাস B. এপিথেলামাস C. মেটাথ্যালামাস D. থ্যালামাস
Ans- A. হাইপোথ্যালামাস
28. একটি মিশ্র স্নায়ুর উদাহরন হল -
A. ভেগাস
B. অলফ্যাক্ক্তরি C.অপটিক D. অডিউইলোমেটর
Ans- A. ভেগাস
29. মানবমস্তিস্কের সর্ববৃহৎ অংশটি হল -
A. সেরিব্রাম B. সেরিবেলা C. পনস D. লঘুমস্তিষ্ক
Ans: A. সেরিব্রাম
30. মানুষের করোটিক স্নায়ু কত জোড়া-
A. 12জোড়া B.15 জোড়া
C.24জোড়া D. 11জোড়া
Ans- A. 12জোড়া
31. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটি-
A.গুরুমস্তিষ্ক B.লঘুমস্তিষ্ক C.পনস্
D.সেরিবেলাম
Ans- B. লঘুমস্তিষ্ক
32. পায়রার ডানার পালক
এর সংখ্যা কত ?-
A.23 টি B. 12 টি C. 14 টি D. 25 টি
Ans-A.23
টি
33. পায়রায় উন্নয়নে সাহায্যকারী পেশীকে কি বলে-
A.উন্নয়ন পেশি B.অবনমন পেশি
C. A&B both D. কোনটি নয়
Ans- A. উন্নয়ন পেশি
34. মাছের গমনে সাহায্য করে-
A. ঐচ্ছিক পেশি B.ময়োটোম পেশি C.ভিসেরাল পেশি
D.অনৈচ্ছিক পেশি
Ans- B. ময়োটোম পেশি
35. যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হল-
A.এক্সটেনসর পেশি B.অ্যাবডাক্টর পেলি C.অ্যাডাক্টর পেশি
D.ফেক্সর পেশি
Ans-A.এক্সটেনসর পেশি
বায়ুপরাগী ফুল হল
ReplyDeleteধান
DeleteThank you so much ❤️
ReplyDelete