Here is the Important geography Question and Answer for all type of Competitive examination .you an get more knowledge by reading these Indian geography question answer . We`ll provide set wise question answer . 
        West Bengal Govt exam preparation  
Competitive exam Geography question and answer.       

ভূগোল প্রশ্ন উত্তর সেট -১

১. ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম ?

 উঃ  লুনী ও মাহি।

২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ?

উঃ  সিকিম।

৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত ?

 উঃ ভানুগালু ( তুরষ্ক) ।

৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায় ?

 উঃ নীলগিরি পার্বত্য অঞ্চলে।

৫. রামেশ্বর মন্দির কোন  রাজ্যে অবস্থিত ?

 উঃ তামিলনাডু।

৬. খাদার কী ?

 উঃ নবীন পলিমাটি।

৭. ভাঙ্গার কী ?

 উঃ  প্রাচীন পলিমাটি।

৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয় ?

 উঃ জেমু হিমবাহ।

৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি ?

উঃ ব্যবচ্ছিন্ন।

১০. কোন মেঘে বৃষ্টি হয় ?

উঃ  নিম্বাস।

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায়  মহাকুমা নেই ?

উঃ  কলকাতা।

১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয় ?

উঃ  অয়ন বায়ু।

১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় ?

উঃ  স্ট্র্যাটোকিউমুলাস।

১৪. টাইফুন কোথায় দেখা যায় ?

উঃ চিন ও জাপান উপকুলে।

১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়  ?

উঃ পশ্চিম ভারতে।

১৬. সিডার ঝড় কোথায় দেখা যায় ?

উঃ  ভারত ও বাংলাদেশ।

১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয় ?

উঃ  মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি ?

উঃ  চিল্কা।

১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত ?

উঃ  মনিপুরে।

২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত ?

উঃ  রাজস্থান।

২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত ?

উঃ  জম্বু ও কাশ্মীর।

২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?

উঃ তামিলনাডু।

২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?

উঃ  ডাল।

২৪. পূর্ব রেল পথের সদর কোথায় ?

উঃ  কলকাতা।

২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ?

উঃ  পাললিক শিলায়।


1 comment: