ভূগোল প্রশ্ন উত্তর সেট -2
১. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে ?
উঃ ধ্রিয়ান।
২. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম ?
উঃ ইন্দিরা পয়েন্ট।
৩. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে ?
উঃ এিপুরা।
৪. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে ?
উঃ সুবর্ণরেখা।
৫.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায় ?
উঃ গির অরণ্যে।(Gujarat) .
৬. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত ?
উঃ হিমাচল
প্রদেশ।
৭. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে ?
উঃ সিকিম।
৮. কালিকটের পরিবর্তিত নাম ?
উঃ কোঝিকোড়।
৯. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত ?
উঃ ডেকানট্র্যাপ।
১০. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম ?
উঃ নকরেক।
১১. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উঃ মহেন্দ্রগিরি।
১২. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে ?
উঃ সাসার।
১৩. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উঃ কলসুবাই।
১৪. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী ?
উঃ পূর্না।
১৫. ভারতে সবচেয়ে দীর্ঘ
সমুদ্র সৈকত কোন রাজ্য আছে ?
উঃ মহারাষ্ট্রে।
১৬. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন ?
উঃ রাত্রি সমান হয়– ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
১৭. ভারতের প্রাচীনতম পর্বতের নাম ?
উঃ আরাবল্লী।
১৮. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র ?
উঃ ছত্তিশগড়ের
ভিলাই।
১৯. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
উঃ গুজরাট।
২০. ভারতের দীর্ঘতম বাঁধের নাম ?
উঃ হিরাক ।
The best site in this India...
ReplyDelete