দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর  | WBBSE Class 10th Bengali Question Answer | জ্ঞানচক্ষু  গল্পের অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর   

 মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।


 জ্ঞানচক্ষু 
আশাপূর্ণা দেবী 

এককথায় প্রকাশ করঃ

 .  কথাটি শুনে তপনের চোখ কীরকম হয়ে গেল?

 >>মার্বেলের মতো। 

.তপনের কোন মেসো বই লেখেন?

 >>ছোট মেসোমশাই। 

.তপনের ছোট মেসোমশাই কোন পেশার সঙ্গে যুক্ত?

 >>তিনি একজন অধ্যাপক। 

.কাকে দেখে তপনের জ্ঞানচ্ক্ষু খুলে গেল?

 >> নতুন মেসো কে দেখে 

.তপনের লেখাটি কোন পত্রিকায় ছাপা হয়?

 >> সন্ধ্যাতারা 

.তপনের মেসো সুযোগ পেলে কী করত?

 >> দিবানিদ্রায় যেতেন। 

.বিয়ে হয়ে ছোট মাসী কীরকম হয়ে গেছে

>>একটু মুরব্বী হয়ে গিয়েছে। 

 .বিকাল চায়ের টেবিলে কিসের কথা ওঠে

>> তপনের লেখার কথাটা  

."তা হলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও"-  কথাটি কে কাকে বলেন

>>তপনের ছোট মাসী তার স্বামীকে বলেন।

১০.প্রথম দিন গল্পের লেখক কে

>>শ্রী তপন কুমার রায়। 

১১. মায়ের ধমক খেয়ে তপন গল্পটি কিভাবে পড়ে

 >>গড়গড়িয়ে। 

 ১২.তপন দুঃখে ছাদে গিয়ে কী দিয়ে তার চোখ মোছে

 >>ছাদে গিয়ে তার শার্ট এর তলাটা তুলে চোখ মোছে।

 

~By Raihan_Molla


4 comments:

  1. Hey, Thanks for your nice blog and very effective information about GK Question answer HATS OFF to the creativity of your mind. This concept is a good way to enhance the knowledge of all student's information and thanks for sharing us. This article is very helpful for people who are looking for a state and central government job- SARKARI JOB INFORMATION

    ReplyDelete