দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Bengali Question Answer | জ্ঞানচক্ষু গল্পের অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
১. কথাটি শুনে তপনের চোখ কীরকম হয়ে গেল?
>>মার্বেলের মতো।
২.তপনের কোন মেসো বই লেখেন?
>>ছোট মেসোমশাই।
৩.তপনের ছোট মেসোমশাই কোন পেশার সঙ্গে যুক্ত?
>>তিনি একজন অধ্যাপক।
৪.কাকে দেখে তপনের জ্ঞানচ্ক্ষু খুলে গেল?
>> নতুন মেসো কে দেখে ।
৫.তপনের লেখাটি কোন পত্রিকায় ছাপা হয়?
>> সন্ধ্যাতারা
৬.তপনের মেসো সুযোগ পেলে কী করত?
>> দিবানিদ্রায় যেতেন।
৭.বিয়ে হয়ে ছোট মাসী কীরকম হয়ে গেছে?
>>একটু মুরব্বী হয়ে গিয়েছে।
৮.বিকাল চায়ের টেবিলে কিসের কথা ওঠে?
>> তপনের লেখার কথাটা ।
৯."তা হলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও"- কথাটি কে কাকে বলেন?
>>তপনের ছোট মাসী তার স্বামীকে বলেন।
১০.প্রথম দিন গল্পের লেখক কে ?
>>শ্রী তপন কুমার রায়।
১১. মায়ের ধমক খেয়ে তপন গল্পটি কিভাবে পড়ে?
>>গড়গড়িয়ে।
১২.তপন দুঃখে ছাদে গিয়ে কী দিয়ে তার চোখ মোছে ?
>>ছাদে গিয়ে তার শার্ট এর তলাটা তুলে চোখ মোছে।
~By Raihan_Molla
Nice
ReplyDeleteSir amar aro question lagbaa
ReplyDeleteHey, Thanks for your nice blog and very effective information about GK Question answer HATS OFF to the creativity of your mind. This concept is a good way to enhance the knowledge of all student's information and thanks for sharing us. This article is very helpful for people who are looking for a state and central government job- SARKARI JOB INFORMATION
ReplyDeleteHaaa correct
Delete