WBCHSE -- CLASS 11 -- CHAPTER :1

WBCHSE class 11 English suggestion - Important Question Answer of English-Leela`s Friend. এখানে আমরা ক্লাস 11 এর English বই এর 1ম story এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।WBCHSE English Class 11th Suggestion - এই সালের class 11 এর পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBCHSE Class 11th (Xi) Suggestion and question answer. read this question and answer you can give all M.C.Q type answer.

Leela's Friend

R K Narayan

~: Important MCQ and SAQ Qestion & Answer :~

~: Class 11 :~

• Leela's Friend is written by -- R. K. Narayan

• The protagonist of the story is -- Sidda

1.Sidda was hanging about the --

A. Gate

B. Market

C. Shop

D. Road

View Answer

2. As per Sidda, he was working in the --

A. teacher's house

B. merchant's house

C. doctor's house

View Answer

3. The Doctor's house where Sidda worked before was near--

A. Market

B. Hospital

C. Station

View Answer

4. Leela was

A. 5 year's old

B. 4 year's old

C. 6 year's old

D. 3 year's old

View Answer

5. Leela played with Sidda with a --

A. pen

B. drawing book

C. red ball

D. stick

View Answer

6. Sidda was given --

A. Four meals a day and two rupees a month.

B. Two meals a day and four rupees a month.

C. Three meals a month and four rupees a month.

D. Two meals a month and four rupees a month.

View Answer

7. According to Sidda the ball had touched the --

A. Sun

B. Sky

C. Coconut tree

D. Moon

View Answer

8. Sidda said that they could touch the sky if they stand on --

A. Roof

B. Coconut tree

C. Palm tree

D. Ladder

View Answer

9. Which thing cannot be found in Leela's box?

A. Catalogues

B. Colours

C. Stumps of Pencils

D. Illustrated books

View Answer

10. Leela was teaching Sidda to write the letter --

A. C

B. A

C. D

D. B

View Answer

11. In bed Sidda had to --

A. recite a poem for Leela

B. tell a story for Leela

C. sing a song for Leela

D. draw a cat for Leela

View Answer

12. Leela knew --

A. 5 or 6

B. 3 or 4

C. 4 or 5

D. 2 or 3 alphabets

View Answer

13. Leela while teaching, gave Sidda her --

A. pen and book

B. pencil and illustrated book

C. pencil and catalogue

D. pen and illustrated book

View Answer

14. Sidda used to sit on --

A. the chair

B. the floor

C. the mat

D. bed

View Answer

15. Mr. Sivasanker when learned about the incident, became--

A. indifferent

B. excited

C. sad

D. glad

View Answer

16. Leela held a class for Sidda at --

A. evening

B. afternoon

C. dusk

D. night

View Answer

17. One day Sidda went out to buy --

A. sugar

B. sweet

C. grocery

D. milk

View Answer

18. Leela was wearing a chain made of --

A. gold

B. silver

C. platinum

D. flower

View Answer

19. Leela asked her mother to tell the story of --

A. animal

B. princesses

C. elephant

D. magician

View Answer

20. Sidda was brought to Sivasankers' house after--

A. four days

B. three days

C. five days

D. seven days

View Answer

21. To Leela's mother Sidda was a --

A. thief

B. villain

C. devil

D. treacherous man

View Answer

22. According to Mr. Sivasanker, Sidda had been to jail at least --

A. 5 times

B. 6 times

C. 7 times

D. 12 times

View Answer

23. Finally the chain was found in the --

A. Safe

B. Tamarind pot

C. drawer

D. box

View Answer

24. In the last line Mr. Sivasanker stigmatized Sidda as --

A. Villain

B. Criminal

C. Thief

D. Rogue

View Answer

25. Sidda became Leela's --

A. Friend

B. Guardian

C. Guide

D. Foe

View Answer

26. In the backyard Leela and Sidda were standing beside --

A. the rose plant

B. the marigold

C. the well

D. the tree

View Answer

27. The colour of the ball was --

A. blue

B. red

C. yellow

D. brown

View Answer

28. For Mr. Sivasankar, Sidda looked --

A. Grave

B. Tidy

C. Rogue

D. Unclean

View Answer

Here we provide various subject wise question answer . This is the passing away of bapu full text question answer. and near you can get here class 10 English MCQ , SAQ type question answer and suggestion .

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras youtube channel

আর ও দেখুন ঃ West Bengal WBBSE Class 10th English Question Answer | দশম শ্রেণী ইংরেজি – Father`s help by R.K.Narayan – প্রশ্ন উত্তর - Click Here West Bengal WBBSE Class 10th English Question Answer | দশম শ্রেণী ইংরেজি – Father`s help by R.K.Narayan – প্রশ্ন উত্তর - Click Here

Class 10 Physical Science Important Question Answer Suggestion for 2022

WBBSE class 10th Physical Science suggestion - Important Question Answer of Physical Science. এখানে আমরা ক্লাস ১০ এর ভৌত বিজ্ঞান বই এর 1ম অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Physical Science Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion and question answer. read this question and answer you can give all M.C.Q type answer.

পরিবেশের জন্য ভাবনা

Concern about our Environment.

~: Important Qestion & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী ভৌত বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর :~

সঠিক উত্তরটি নির্বাচন করো।


1.প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? –

A.মিথেন

B.জলীয় বাষ্প

C.কার্বন ডাইঅক্সাইড

D.অক্সিজেন।

View Answer

2. গ্রীনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? –

A.N2O

B.CH4

C.CO2

D.H2O

View Answer

3.কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে –

A.N2

B.O2

C.CH4

D.He

View Answer

4. গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের কোন্ স্তরে অবস্থান করে কার্যপ্রণালী চালায়?

A.ট্রপোস্ফিয়ারে

B.স্ট্র্যাটোস্ফিয়ারে

C.মেসোস্ফিয়ারে

D.থার্মোস্ফিয়ারে।

View Answer

5. বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ববিশিষ্ট স্তরটি হল –

A.থার্মোস্ফিয়ার

B.টপোস্ফিয়ার

C.মেসোস্ফিয়ার

D.স্ট্র্যাটোস্ফিয়ার।

View Answer

6.বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে –

A.ট্রপোস্ফিয়ার

B.স্ট্র্যাটোস্ফিয়ার

C.মেসোস্ফিয়ার

D.এক্সোস্ফিয়ার।

View Answer

7. ওজোনমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলে? –

A.ট্রপোপজ

B.মেসোপজ

C.স্ট্যাটোপজ

D.ম্যাগনেটোপজ।

View Answer

8. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে –

A.ম্যাগনেটোস্ফিয়ার

B.ওজোনোস্ফিয়ার

C.থার্মোস্ফিয়ার

D.ট্রপোস্ফিয়ার।

View Answer

9.বায়ুমণ্ডলের কোন্ স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয়?

A.ট্রপোস্ফিয়ার

B.মেসোস্ফিয়ার

C.আয়নোস্ফিয়ার

D.এক্সোস্ফিয়ার-এ।

View Answer

10. উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মির বিকিরণ করে সেটি হল –

A.দৃশ্যমান রশ্মি

B.অতিবেগুনি রশ্মি

C.অবলোহিত রশ্মি

D.X-রশ্মি।

View Answer

11.পৃথিবীপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ হল –

A.100mb

B.1013mb

C.1mb

D.76mb

View Answer

12.ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে -

A.O

B.CFC

C.Uv ray

D.CH4

View Answer

13. পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর বেশি ক্ষয়প্রাপ্ত হয়?-

A.নিরক্ষীয় অঞ্চল

B.উপকূলবর্তী অঞ্চল

C.মেরু অঞ্চল

D.কোনটিই নয়।

View Answer

14.ওজোন স্তরের ধ্বংসে অনুঘটকের কাজ করে –

A.NO

B.NO2

C.NO3

D.CFC

View Answer

15.ওজোন গ্যাসের ঘনত্ব সবথেকে কম-

A.মেরু অঞ্চল

B.নিরক্ষীয় অঞ্চলে

C.মধ্যঅক্ষাংশ অঞ্চলে

D.ক্রান্তীয় অঞ্চলে।

View Answer

16.অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় –

A.সক্রিয় কার্বন পরমাণু

B.সক্রিয় ক্লোরিন পরমাণু

C.সক্রিয় ফ্লুওরিন পরমাণু

D.সক্রিয় হাইড্রোজেন পরমাণু

View Answer

17. একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হল –

A.মিথেন

B.অক্সিজেন

C.নাইট্রোজেন

D.কার্বন ডাই অক্সাইড

View Answer

18. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী--

A.Y-রশ্মি

B.uv-রশ্মি

C.ইনফ্রারেড রশ্মি

D.x-রশ্মি।

View Answer

19. ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টি সৃষ্টি হয় –

A.ট্রপোস্ফিয়ারে

B.স্ট্র্যাটোস্ফিয়ারে

C.ম্যাগনেটোস্ফিয়ারে

D.এক্সোস্ফিয়ারে।

View Answer

20.প্রদত্ত কোন জোড়টি গ্রিনহাউস গ্যাস নয়? –

A.CO2, CH4

B.O2. N2

C.CFC, CH4

D.N2O, CO2

View Answer

21.ওজোনোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব প্রায় -

A.30ppm

B.10ppm

C.40ppm

D.20ppm

View Answer

22. সদত্ত কোন্‌টি এলেন স্তরকে ক্ষয় করে না? –

A.NO

B.N2O

C.CO2

D.CFC

View Answer

23. বায়ুমণ্ডলের উন্নতম স্তর হল–

A.এক্সোস্ফিয়ার

B.থার্মোস্ফিয়ার

C.ওজোনোস্ফিয়ার

D.আয়নোস্ফিয়ার।

View Answer

24.মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায়, তা হল –

A.টুপোস্ফিয়ার

B.স্ট্র্যাটোস্ফিয়ার

C.আয়নোস্ফিয়ার

D.মেসোস্ফিয়ার।

View Answer

25.ওজোন স্তরের ক্ষয় ঘটায়-

A.SO2

B.CO2

C.CxYx

D.হ্যালনসমূহ।

View Answer

26. সুমেরু অঞ্চলে টুপোস্ফিয়ারের বিস্তৃতি –

A.18

B.8

C.50

D.20km

View Answer

27. স্ট্যাটোপজের উন্নতা – 0°C

A.0°C

B.50°C

C.- 50°C

D.100°C

View Answer

28. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2-এর অবদান –

A.10%

B.30%

C.50%

D.80%

View Answer

শূন্যস্থান পূরণ করো।


29. ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা __।

View Answer

30.বডি স্প্রেতে থাকা___গ্যাস হল গ্রিনহাউস গ্যাস।

View Answer

31.গ্রীনহাউস ইফেক্ট এর ফলে___ ঘটছে ।

View Answer

32. অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ___ ক্যান্সার হয় ।

View Answer

33.অশান্ত মন্ডলে বায়ুর __ স্রোতের কারণে ঝড় হয়।

View Answer

34.সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে __ পদ্ধতিতে।

View Answer

35.কেনেলি হেভিসাইড স্তরটি___ স্তরের অন্তর্গত।

View Answer

36.পৃথিবীর ছাতা ও প্রাকৃতিক সানস্ক্রিন নামে পরিচিত বায়ুমণ্ডলের __ স্তর।

View Answer

37.ঘন মন্ডল এর অপর নাম __।

View Answer

38.বায়ুমণ্ডলের ___ স্তরে বায়ুর চাপ সর্বোচ্চ বেশি।

View Answer

সত্য অথবা মিথ্যা নির্বাচন করো।


39.ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক।

View Answer

40.ট্রপোস্ফিয়ারের ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়।।

View Answer

41.বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার।

View Answer

42.গ্রীন হাউস এফেক্ট এর জন্য দায়ী দুটি গ্যাস হল নাইট্রোজেন ও অক্সিজেন।

View Answer

43.নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল এর দিকে বায়ু প্রবল বেগে ছুটে এলে তাকে ঝড় বলে।

View Answer

44.ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4°C উষ্ণতায় হ্রাস পায়।

View Answer

45.বেতার যোগাযোগ ব্যবস্থায় এক্সোস্ফিয়ার অংশগ্রহণ করে।

View Answer

46.বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে উষ্ণতার পরিবর্তন নিয়মিত।

View Answer

47.দিনের বেলা সমুদ্র বায়ু প্রবাহিত হয়।

View Answer

48.একটি ক্লোরিন পরমাণু প্রায় এক লক্ষ ওজন অনুকে ধ্বংস করতে পারে।

View Answer

WBBSE class 10th Physical Science suggestion - Important Question Answer of Physical Science. WBBSE Class 10th (X) Madhyamik Physical Science Suggestion and question answer. Madhyamik Suggestion for 2022. মাধ্যামিক প্রশ্ন ও উত্তর এবং সাজেশন ২০২২ ।

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras youtube channel

আর ও দেখুন ঃ West Bengal WBBSE Class 10th Physical Science Question Answer | দশম শ্রেণী ভৌত বিজ্ঞান – Father`s help by R.K.Narayan – প্রশ্ন উত্তর - Click here.

Madhyamik Physical Science Suggestion

মাধ্যামিক ভৌতবিজ্ঞান SUGGESTION

মাধ্যমিক ভৌতবিজ্ঞান ( Physical Science ) সাজেশন (পরিবেশের জন্য ভাবনা (অধ্যায়-১) এর প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। প্রশ্ন উত্তর গুলি আগামী West Bengal মাধ্যমিক ভৌতবিজ্ঞান / Physical Science Examination ২০২২ সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন।

দশম শ্রেণী ভৌতবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন --

WBBSE - ভৌতবিজ্ঞান - মাধ্যামিক - 2022

পরিবেশের জন্য ভাবনা

(অধ্যায়-১)

~: Important MCQ Qestion & Answer ( গুরুত্বপূর্ণ বহুবিকল্পীয় প্রশ্নোত্তর ) : পরিবেশের জন্য ভাবনা :~

~: মাধ্যামিক ভৌতবিজ্ঞান :~

1.সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে --

A. ট্রপোস্ফিয়ার

B. থার্মোস্ফিয়ার

C. ওজোনস্ফিয়ার

D. ম্যাগনেটোস্ফিয়ার

View Answer

2. একটি অপ্রচলিত শক্তির উৎস হল --

A. কেরোসিন

B. বায়োগ্যাস

C. ডিজেল

D. পেট্রোল

View Answer

3. প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল --

A. নাইট্রাস অক্সাইড

B. ক্লোরোফ্লুরো কার্বন

C. কার্বন ডাইঅক্সাইড

D. মিথেন

View Answer

4. প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ --

A. 0.5℃

B. 0.05℃

C. 0.2℃

D. 1℃

View Answer

5. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় --

A. ট্রপোস্ফিয়ার

B. থার্মোস্ফিয়ার

C. ওজোনস্ফিয়ার

D. ম্যাগনেটোস্ফিয়ার

View Answer

6. বায়োগ্যাস এর মূল উপাদানটি হল --

A. CO2

B. CH4

C. H2S

D. H2

View Answer

7. বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম শান্ত মণ্ডল --

A. স্ট্রাটোস্ফিয়ার

B. থার্মোস্ফিয়ার

C. ওজোনস্ফিয়ার

D. ম্যাগনেটোস্ফিয়ার

View Answer

8. বেতার তরঙ্গ প্রতিফলিত করে কোন স্তর--

A. স্ট্রাটোস্ফিয়ার

B. আয়নোস্ফিয়ার

C. ওজোনস্ফিয়ার

D. ম্যাগনেটোস্ফিয়ার

View Answer

9. সৌর শক্তির উৎস হল --

A. কয়লা

B. নিউক্লিও বিভাজন

C. নিউক্লিও সংযোজন

D. পেট্রোলিয়াম

View Answer

10. বায়ফুয়েল এর একটি উদাহরণ হল --

A. কাঠ

B. পেট্রোল

C. কয়লা

D. LPG

View Answer

~: শূন্যস্থান পূরণ - ( Fill in the blanks ) : পরিবেশের জন্য ভাবনা :~

~: মাধ্যামিক ভৌতবিজ্ঞান :~

1. বায়ুমণ্ডলের________স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ।

View Answer

2. রেফ্রিজারেটারে________জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয় ।

View Answer

3. ________ হল পুনরায় নবীকরণ যোগ্য শক্তির উৎস ।

View Answer

4. জোয়ারভাটার সময় জলস্রোতকে কাজে লাগিয়ে ________উৎপন্ন করা হয় ।

View Answer

5. অক্সিজেনের অণু অতিবেগুনি রশ্মির________কণার দ্বারা বিয়োজিত হয় ।

View Answer

6. মেসোস্পিয়ার এ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ________ ।

View Answer

7. বায়ুমণ্ডল এর সর্বনিম্ন উষ্ণতার মান ________ থাকে ।

View Answer

8. সূর্য থেকে তাপ________পদ্ধতিতে পৃথিবীতে আসে ।

View Answer

9. স্ট্রাটোস্ফিয়ার এ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ________ থাকে।

View Answer

10. অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের________ক্যানসার হয় ।

View Answer

~: সত্য বা মিথ্যা নির্ণয় কর - ( True or False ) : পরিবেশের জন্য ভাবনা :~

~: মাধ্যামিক ভৌতবিজ্ঞান :~

1. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী একটি গ্যাস হল নাইট্রোজেন।

View Answer

2. সৌরকোশে বায়ুশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।

View Answer

3. স্ট্রাটোস্ফিয়ার কে শান্তমণ্ডল বলে।

View Answer

4. তুন্দ্রা অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়।

View Answer

5. ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে।

View Answer

6. ট্রপোস্ফিয়ার এ ঝড় বৃষ্টি দেখা যায়।

View Answer

7. বায়োগ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

View Answer

8. সমুদ্র বায়ু প্রবাহিত হয় দিনের বেলায়। ।

View Answer

দশম শ্রেণী বাংলা বহুবিকল্পীয় প্রশ্নোত্তর MCQ

WBBSE class 10th Bangla suggetion - Important Question answer এখানে আমরা ক্লাস ১০ এর বাংলা বই এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী বাংলা সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Bengali Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা সাজেশন – অসুখী একজন প্রশ্ন উত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ই গুরুত্বপূর্ণ । WBBSE Class 10th (X) Madhyamik Bengali Suggestion and question answer. WBBSE Class 10th Bengali Suggestion - দশম শ্রেণী বাংলা সাজেশন ও প্রশ্নোত্তর– অসুখী একজন-পাবলো নেরুদা – প্রশ্ন উত্তর দেওয়া হল নিচে। নিচের প্রশ্ন গুলির উত্তর আগে দেওয়ার চেষ্টা কর তারপর উত্তর দেখো ।

অসুখী একজন

পাবলো নেরুদা

~: Important MCQ Qestion & Answer :~

~: মাধ্যামিক বাংলা :~

~: গুরুত্বপূর্ণ বহুবিকল্পীয় প্রশ্নোত্তর :~

1. 'অসুখী একজন' কবিতাটির কবি হলেন --

A. রোকে ডালটন

B. পাবলো নেরুদা

C. লেওজেল রুগ্মা

D. মার্নেজ

View Answer

2. 'অসুখী একজন' কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

A. পৃথিবীর শেষ কমিউনিস্ট

B. এই মৃত্যু উপত্যাকা আমার দেশ নয়

C. ফ্যাতাডুর কুম্ভীপাক

D. বিদেশি ফুলে রক্তের ছিটে

View Answer

3. 'সে জানতো না'--'সে' হল --

A. পরাজিত সৈনিক

B. কবির মা

C. কবিতার কথক

D. কবির ভালোবাসার জন

View Answer

4. বৃষ্টি কী ধুয়ে দিয়েছিল ?

A. কথোকের পায়ের দাগ

B. রাস্তার ধুলো

C. কাঠকয়লার দাগ

D. রক্তের দাগ

View Answer

5. 'অসুখী একজন' কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উলটে পড়লো --

A. গুড়ো গুড়ো হয়ে

B. টুকরো টুকরো হয়ে

C. অর্ধেক অর্ধেক হয়ে

D. ভেঙে ভেঙে

View Answer

6. 'অসুখী একজন' কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিল --

A. বন্ধুটি

B. মেয়েটি

C. ভাইটি

D. কবি

View Answer

7. 'অসুখী একজন' কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো --

A. ভূমিকম্পে

B. ধসে

C. আগুনে

D. বন্যায়

View Answer

8. 'অসুখী একজন' কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল --

A. কাঠকয়লা

B. আগুন

C. সাপ

D. কয়লা

View Answer

9. 'তারপর যুদ্ধ এলো' -- 'যুদ্ধ এল' -এর অর্থ --

A. যুদ্ধ শুরু হলো

B. যুদ্ধ হবে এমন

C. যুদ্ধ চলাকালীন অবস্থা

D. যুদ্ধ শেষ হলো

View Answer

10. 'অসুখী একজন' কবিতায় দেবতাদের চেহারা ছিল --

A. শান্ত-হলুদ

B. লাল-নীল

C. অশান্ত-নীল

D. ধীর-হলুদ

View Answer

11. 'অসুখী একজন' কবিতায় কে হেঁটে চলে গেল --

A. একজন সৈনিক

B. একজন কুকুর

C. গল্পের কথক

D. গির্জার এক নান

View Answer

'
12. 'অসুখী একজন' কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত --

A. The yellow heart

B. The captain's verse

C. Still another day

D. Extravagaria

View Answer

13.'তারপর যুদ্ধ এলো' --

A. পাহাড়ের আগুনের মত

B. রক্তের সমুদ্রের মতো

C. রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত

D. আগ্নেয় পাহাড়ের মত

View Answer

14. 'অসুখী একজন' কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গ টি কোন সময়ের--

A. প্রাচীন কালের

B. আধুনিক সময়ের

C. বিংশ শতকের

D. মধ্যযুগীয় সময়ের

View Answer

15. 'অসুখী একজন' কবিতায় কবি ক'টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন ?

A. একটি

B. দুটি

C. চারটি

D. তিনটি

View Answer

16. 'অসুখী একজন' কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো ?

A. ভূমিকম্পে

B. ধসে

C. আগুনে

D. বন্যায়

View Answer

17. 'অসুখী একজন' কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কি হলো না ?

A. খুন হলো না

B. জ্বলে গেল না

C. মৃত্যু হলো না

D. অসুখ হলো না

View Answer

18. 'অসুখী একজন' কবিতায় একটি কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন ?

A. কুকুর

B. বিড়াল

C. মানুষ

D. হরিণ

View Answer

19. 'সে জানতো না' -- 'সে' কি জানত না ?

A. কথক ফিরে আসবে

B. কথক আর কখনো ফিরে আসবে না

C. কথক শীঘ্রই ফিরে আসবে

D. কথক কখন আসবে

View Answer

20. বৃষ্টি ধুয়ে দিয়েছিল --

A. রাস্তার ধুলো

B. রক্তের দাগ

C. কথকের পায়ের দাগ

D. কাঠ-কয়লার দাগ

View Answer

আর ও দেখুন ঃ

West Bengal WBBSE Class 10th Bengali Question Answer | দশম শ্রেণী বাংলা – আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর - প্রশ্নোত্তর ক্লাস টেন – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Bengali Question Answer | দশম শ্রেণী বাংলা – Father`s help by R.K.Narayan – প্রশ্ন উত্তর - Click Here
Class 10 MATH / দশম শ্রেণি গণিত - দ্বিঘাত সমীকরণ, কষে দেখি ১.১
এখানে আমরা ক্লাস ১০ এর গণিত বই এর ১ম অধ্যায়, কষে দেখি ১.১ এর উত্তর করে দিয়েছি । এগুলি খুব ই সুন্দর, সহজ এবং সঠিক ভাবে করা । কষে দেখি ১.১ কে আমরা 2 টো Part এ ভাগ করে উত্তর করে দিয়েছি । এটা Part 1 ।

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

কষে দেখি ১.১

~: গণিত প্রকাশ:~

~: Part - 1:~

1. নিচের বহুপদী সংখ্যামালা গুলির মধ্যে কোনটি / কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি ।
(i) x²-7x+2

সমাধানঃ-

এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কারণ এখানে বহুপদী সংখ্যামালা x এর সর্বোচ্চ ঘাত 2 ।

(ii) 7x⁵-x(x+2)

সমাধানঃ-

7x⁵-x(x+2)

=7x⁵-x²-2x

এটি একটি বহুপদী সংখ্যামালা হলেও, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় কারণ এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 5 ।

(iii) 2x(x+5)+1

সমাধানঃ-

2x(x+5)+1

=2x²+10x+1

এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 ।

(iv) 2x-1

সমাধানঃ-

এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 নেই ।

2. নিচের সমীকরণ গুলির কোনটি ax²+bx+c = 0 , যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0, আকারে লেখা যায় তা লিখি ।
(i) x - 1 + 1/x = 6, (x≠0)

সমাধানঃ-

x - 1 + 1/x = 6

বা, x2 - x + 1 = 6x

বা, x2- x + 1 - 6x = 0

বা, x2- 7x + 1 = 0

∴ প্রদত্ত সমীকরণটিকে ax2 + bx + c আকারে প্রকাশ করা হল ।

(ii) x + 3/x = x2 , (x≠0)

সমাধানঃ-

x + 3/x = x2

বা, x2 + 3 = x3

বা, x2- x3 + 3 = 0

∴ প্রদত্ত সমীকরণটিকে ax2 + bx + c আকারে প্রকাশ করা যায় না ।

(iii) x2 - 6x + 2 = 0

সমাধানঃ-

x2 - 6x + 2 = 0

বা, x2 - 6x1/2 + 2 = 0

∴ প্রদত্ত সমীকরণটিকে ax2 + bx + c আকারে প্রকাশ করা যায় না ।

(iv) (x-2)2 = x2 - 4x + 4

সমাধানঃ-

(x-2)2 = x2 - 4x + 4

বা, x2 - 4x + 4 = x2 - 4x + 4 [ যেহেতু , (x-2)2 = (x)2 - 2.x.2 + (2)2 ]

∴ প্রদত্ত সমীকরণটিকে ax2 + bx + c আকারে প্রকাশ করা যায় না ।

3. x6 - x3 - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাত এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি ।

সমাধানঃ-

x6 - x3 - 2 = 0

বা, (x3)2 - x3 - 2 = 0

∴ প্রদত্ত সমীকরণটিকে ax2 + bx + c আকারে প্রকাশ করা হল ।

∴ প্রদত্ত সমীকরণ টি x3 এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ ।

4.(i) (a-2)2 + 3x + 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবেনা তা নির্ণয় করি ।

সমাধানঃ-

প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবেনা যদি a - 2 = 0 হয় ।

a - 2 = 0

বা, a = 2

∴ a = 2 হলে প্রদত্ত সমীকরণ টি দ্বিঘাত সমীকরণ হবেনা ।

4.(ii) x/4-x = 1/3x (x ≠ 0 , x ≠ 4 ) কে ax2 + bx + c = 0 ( a ≠ 0 ) আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি ।

সমাধানঃ-

x/4-x = 1/3x

বা, 3x2 = 4 - x

বা, 3x2 + x - 4 = 0

∴ x এর সহগ হবে 1 ।

4.(iii) 3x2 + 7x + 23 = (x+4)(x+3) + 2 কে ax2 + bx + c = 0 ( a ≠ 0 ) দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি ।

সমাধানঃ-

3x2 + 7x + 23 = (x+4)(x+3) + 2

বা, 3x2 + 7x + 23 = x2 + 4x + 3x + 12 + 2

বা, 3x2 + 7x + 23 = x2 + 7x + 14

বা, 3x2 - x2 + 7x -7x + 23 - 14 = 0

বা, 2x2 + 9 = 0

বা, 2x2 + 0x + 9 = 0

∴ প্রদত্ত সমীকরণটিকে ax2 + bx + c আকারে প্রকাশ করা হল যেখানে a ≠ 0 ।

4.(iv) (x+2)3 = x (x2 - 1 ) কে ax2 + bx + c = 0 , ( a ≠ 0 ) দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x2 , x ও x0 এর সহগ লিখি ।

সমাধানঃ-

(x+2)3 = x (x2 - 1 )

বা, (x)3 + 3 (x)2 (2) + 3 (x) (2)2 + (2)3 = x3 - x

বা, x3 + 6x2 + 12x + 8 = x3 - x

বা, x3 + 6x2 + 12x + 8 - x3 + x = 0

বা, 6x2 + 13x + 8 = 0

∴ প্রদত্ত সমীকরণটিকে ax2 + bx + c আকারে প্রকাশ করা হল যেখানে a ≠ 0 এবং x2 এর সহগ 6 , x এর সহগ 13 এবং x0 এর সহগ 8 ।

বাকি প্রশ্নের এর উত্তর গুলি Part 2 এ আসবে ।

WBBSE

Class 10 MATH / দশম শ্রেণি গণিত

দ্বিঘাত সমীকরণ, কষে দেখি ১.১

এখানে আমরা ক্লাস ১০ এর গণিত বই এর ১ম অধ্যায়, কষে দেখি ১.১ এর উত্তর করে দিয়েছি । এগুলি খুব ই সুন্দর, সহজ এবং সঠিক ভাবে করা । কষে দেখি ১.১ কে আমরা 2 টো Part এ ভাগ করে উত্তর করে দিয়েছি । এটা Part 2

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

কষে দেখি ১.১

~: গণিত প্রকাশ:~

~: Part - 2:~

1. নিচের বিবৃত গুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি ।

(i) 42 কে এমন দুটি অংশে ভাগ করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয় ।

সমাধানঃ-

ধরি, একটি অংশ = X

অপর অংশ = (42-X) , [যেহেতু মোট অংশ 42]

শর্তানুসারে,

          X2 = 42 - X

      বা,   X2 + X - 42 = 0

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 + X - 42 = 0 ।


(ii) দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুনফল 143

সমাধানঃ-

ধরি, একটি সংখ্যা = X

অপর সংখ্যাটি হবে = (X + 2) , [ যেহেতু ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ]

শর্তানুসারে,

          X (X+2) = 143

      বা,   X2 + 2X - 143 = 0

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 + 2X - 143 = 0 ।


(iii) দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 143

সমাধানঃ-

ধরি, একটি সংখ্যা = X

অপর সংখ্যাটি হবে = (X + 1) , [ যেহেতু ক্রমিক সংখ্যা ]

শর্তানুসারে,

          X2 + (X+1)2 = 313

      বা,   X2 + X2+ 2X + 1 = 313

      বা,   2X2 + 2X + 1 = 313

      বা,   2X2 + 2X + 1 - 313 = 0

      বা,   2X2 + 2X - 312 = 0

      বা,   2 (X2 + X - 156 ) = 0

      বা,   X2 + X - 156 = 0

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 + X - 156 = 0 ।


6.নিচের বিবৃত গুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি ।

(i) একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি ।

সমাধানঃ-

ধরি, আয়তকার ক্ষেত্রের প্রস্থ X মিটার

আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য (X+3) মিটার

আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √(দৈর্ঘ্য2 + প্রস্থ2)

শর্তানুসারে,

        image001.png

          উভয়পক্ষ কে বর্গ করে পাই ,

      বা,   X2 + (X + 3)2 = 225

      বা,   X2 + (X)2 + 2(X)(3) + (3)2 = 225   [ আমরা জানি , (a+b)2 = (a)2 + 2 . a . b + (b)2 ]

      বা,   2X2 + 6X + 9 = 225

      বা,   2X2 + 6X + 9 - 225 = 0

      বা,   2X2 + 6X - 216 = 0

      বা,   2 ( X2 + 3X - 108 ) = 0

      বা,   X2 + 3X - 108 = 0

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 + 3X - 108 = 0 ।


(ii) এক ব্যক্তি 80 টাকায়ে কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন । যদি ওই টাকায়ে তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হত ।

সমাধানঃ-

ধরি, প্রতি কিগ্রা চিনির মূল্য X টাকা

∴ 80 টাকায় পাওয়া যাবে  80/X কিগ্রা চিনি

এখন প্রতি কিগ্রা চিনির দাম (X-1) টাকা হলে, 80 টাকায়ে পাওয়া যাবে  80/(X-1) কিগ্রা চিনি

শর্তানুসারে,

   

   

   

   

   

   

   

   

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 - X - 20 = 0 ।


(iii) দুটি ষ্টেশন এর মধ্যে দূরত্ব 300 কিমি । একটি ট্রেন প্রথম ষ্টেশন থেকে সমবেগে দ্বিটিও ষ্টেশন এ গেল । ট্রেন টির গতিবেগ ঘণ্টায় 5 কিমি বেশি হলে ট্রেন টির দ্বিতীয় ষ্টেশন এ যেতে 2 ঘণ্টা সময় কম লাগত ।

সমাধানঃ-

ধরি, ট্রেন টির গতিবেগ X কিমি/ঘন্টা

∴ 300 কিমি যেতে সময় লাগবে 300/X ঘণ্টা   [ যেহেতু , সময় = দূরত্ব/গতিবেগ ]

ট্রেনটির গতিবেগ (X+5) কিমি প্রতি ঘন্টা হলে, 300 কিমি যেতে সময় লাগবে 300/(X+5) ঘন্টা   [ যেহেতু, সময় = দূরত্ব/গতিবেগ ]

শর্তানুসারে,

   

   

   

   

   

   

   

   

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 + 5X - 750 = 0 ।


(iv) একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন । তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হল ।

সমাধানঃ-

ধরি, ঘড়ি টি তিনি X টাকায় ক্রয় করেছিলেন ।

এবং ঘড়িটি বিক্রি করেছেন 336 টাকায়

∴ লাভ = ( ক্রয় মূল্য - বিক্রয় মূল্য ) = (336 - X) টাকা

∴ শতকরা লাভ = ( লাভ / ক্রয় মূল্য ) ✕ 100 %

         

শর্তানুসারে,

   

   

   

   

   

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 + 100X - 33600 = 0 ।


(v) স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি. হলে, রতনমাঝির স্রোতের অনুকূলে 21 কিমি. গিয়ে ঐ দূরত্ত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে ।

সমাধানঃ-

ধরি, নৌকার বেগ X কিমি/ঘন্টা ।

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (X+2) কিমি/ঘন্টা ।

এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (X-2) কিমি/ঘন্টা ।

আমরা জানি, সময় = দূরত্ব / গতিবেগ ।

∴ স্রোতের অনুকূলে 21 কিমি. যেতে সময় লাগে 21 / (X+2) ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি. ফিরে আসতে সময় লাগে 21 / (X-2) ঘন্টা ।

শর্তানুসারে,

   

   

   

   

   

   

   

   

   

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল 5X2 - 21X - 20 = 0 ।


(vi) আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘণ্টা বেশি সময় লাগে । তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘণ্টায়ে শেষ করতে পারে ।

সমাধানঃ-

ধরি, মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে X ঘন্টা

মজিদের সময় লাগে (X+3) ঘন্টা

আরো ধরা যাক মোট কাজের পরিমাণ 1 অংশ।


∴ মহিম X ঘন্টায় কাজ করে 1 অংশ

∴ মহিম 1 ঘন্টায় কাজ করে 1/X অংশ


∴মজিদ (X+3) ঘন্টায় কাজ করে 1 অংশ

∴মজিদ 1 ঘন্টায় কাজ করে 1/(X+3) অংশ


শর্তানুসারে,

   

   

   

   

   

   

   

   

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 - 4X - 6 = 0 ।


(vii) দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক টি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম ।

সমাধানঃ-

ধরি, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্ক X

∴একক স্থানীয় অঙ্ক হবে (X+6)

দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটি হল = 10X+(X+6) = 11X+6

শর্তানুসারে,

        X(X+6) = (11X + 6) - 12

      বা,   X2 + 6X = 11X + 6 -12

      বা,   X2 + 6X = 11X - 6

      বা,   2X2 + 6X - 11X + 6 = 0

      বা,   X2 - 5X + 6 = 0

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল X2 - 5X + 6 = 0 ।


(viii) 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্র কার খেলার মাঠের মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার।

সমাধানঃ-

ধরি, রাস্তাটি X মিটার চওড়া

∴ রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (45+2X) মিটার

এবং রাস্তাসহ আয়তক্ষেত্রের প্রস্থ (40+2X) মিটার

শর্তানুসারে,

        (45+2X) ✕ (40+2X) - (45✕40) = 450

      বা,   1800 + 90X + 80X + 4X2 - 1800 = 450

      বা,   4X2 + 170X - 450 = 0

      বা,   2 ( 2X2 + 85X - 225 ) = 0

      বা,   2X2 + 85X - 225 = 0

∴ নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হল 2X2 + 85X - 225 = 0 ।


ধন্যবাদ । আশা করি POST টি থেকে সবাই উপকৃত হবেন । এই POST টি ভাল লাগলে SHARE করার অনুরোধ রইল ।

Class 10 History Important Question Answer Lesson- 2

WBBSE Class 10th History suggetion - Important Question Answer . এখানে আমরা ক্লাস ১০ এর ইতিহাস বইএর প্রথম অধ্যায় এর কিছু important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ইতিহাস সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE History Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik History Suggestion and question answer. Read this question and answer you can give all M.C.Q type answer.

দ্বিতীয় অধ্যায়ঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা

~: Important Qestion & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে?

উঃ উমেশচন্দ্র দত্ত

2. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ কে করেন ? ইহার সম্পাদক কে ছিলেন ?

উঃ নামকরণ করেন গিরিশচন্দ্র ঘোষ এবং প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।

3. হিন্দু পেট্রিয়ট প্রথম প্রকাশিত হয় কবে?

উঃ 1853 সালের 6 জানুয়ারি পত্রিকাটির প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়।

4. নীল কমিশন কত সালে গঠন করা হয়?

উঃ 1860 সালে ।

5. লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় ।

6. কত সালে ইহা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়?

উঃ 1892 সালে।

7. গ্রামবার্তা প্রকাশিকা কত সালে প্রকাশিত হয়? ইহার সম্পাদক কে ছিলেন?

উঃ 1863 সালে প্রথম প্রকাশিত হয় কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। ইহার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। তিনি কাঙাল হরিনাথ বলে বেশি পরিচিত।

8. হুতোম প্যাঁচার নকশা কে কত সালে প্রকাশ করেন?

উঃ কালীপ্রসন্ন সিংহ 1861 সালে প্রকাশ করেন।

9. হুতোম পেঁচা কার ছদ্মনাম?

উঃ কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম।

10. বিদ্যোৎসাহিনী সভা কত সালে কে প্রতিষ্ঠা করেন?

উঃ 1855 সালে মাত্র 15 বছর বয়সে কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠা করেন

11. নীলদর্পণ কে কত সালে রচনা করেন?

উঃ 1860 সালে দীনবন্ধু মিত্র।

12. কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে?

উঃ ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে 1781 সালে কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে।

13. কার উদ্যোগে কত সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি গড়ে ওঠে?

উঃ স্যার উইলিয়াম জোন্স এর উদ্যোগে 1784 সালে এশিয়াটিক সোসাইটি গড়ে ওঠে।

14. বারানসী সংস্কৃত কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন?

উঃ জোনানাথ ডানকান প্রতিষ্ঠা করেন 1792 খ্রিস্টাব্দে ।

15. ফোর্ট উইলিয়াম কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেন?

উঃ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন।

16. মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব কত সালে আসে?

উঃ 1835 সালে ।

17. হিন্দু বালিকা বিদ্যালয় কে কত সালে প্রতিষ্ঠা করেন?

উঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিংক ওয়াটার বিটন 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।

18. আধুনিক ভারতের জনক কে?

উঃ রাজা রামমোহন রায়।

19. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ রাজা রামমোহন রায় ।

20. সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে?

উঃ রাজা রামমোহনের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 সালে ।