Class 10 History Important Question Answer Lesson- 2
WBBSE Class 10th History suggetion - Important Question Answer . এখানে আমরা ক্লাস ১০ এর ইতিহাস বইএর প্রথম অধ্যায় এর কিছু important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ইতিহাস সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE History Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik History Suggestion and question answer. Read this question and answer you can give all M.C.Q type answer.~: Important Qestion & Answer :~
~: মাধ্যামিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন ও প্রশ্নোত্তর :~
উঃ উমেশচন্দ্র দত্ত
উঃ নামকরণ করেন গিরিশচন্দ্র ঘোষ এবং প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।
উঃ 1853 সালের 6 জানুয়ারি পত্রিকাটির প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়।
উঃ 1860 সালে ।
উঃ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় ।
উঃ 1892 সালে।
উঃ 1863 সালে প্রথম প্রকাশিত হয় কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। ইহার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। তিনি কাঙাল হরিনাথ বলে বেশি পরিচিত।
উঃ কালীপ্রসন্ন সিংহ 1861 সালে প্রকাশ করেন।
উঃ কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম।
উঃ 1855 সালে মাত্র 15 বছর বয়সে কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠা করেন
উঃ 1860 সালে দীনবন্ধু মিত্র।
উঃ ওয়ারেন হেস্টিংস এর উদ্যোগে 1781 সালে কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে।
উঃ স্যার উইলিয়াম জোন্স এর উদ্যোগে 1784 সালে এশিয়াটিক সোসাইটি গড়ে ওঠে।
উঃ জোনানাথ ডানকান প্রতিষ্ঠা করেন 1792 খ্রিস্টাব্দে ।
উঃ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন।
উঃ 1835 সালে ।
উঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিংক ওয়াটার বিটন 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।
উঃ রাজা রামমোহন রায়।
উঃ রাজা রামমোহন রায় ।
উঃ রাজা রামমোহনের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 সালে ।
0 comments:
Post a Comment