Class 10 Life Science Important Question Lesson- Part - I


WBBSE class 10th Life Science suggestion - Class 10 Life Science question answer in bengali.
এখানে আমরা ক্লাস ১০ এর জীবন বিজ্ঞান বই এর 5ম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Life Science Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer.life science class 10 in bengali mcq questions
Read this question and answer you can give all M.C.Q type answer.

পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. পৃথিবীর বায়ুমন্ডলে (N²) নাইট্রোজেন রয়েছে-

A. 77.17%

B. 20.60%

C. 70.17%

D. 0.03%

View Answer

2.পৃথিবীতে জীবন সৃষ্টির সময় যে গ্যাসটি বায়ুমন্ডলে অনুপস্থিত ছিল তার স্থির করো

A. মিথেন

B. অ্যামোনিয়া

C. নাইট্রোজেন

D. অক্সিজেন

View Answer

3.নিচের কোনটি ডি-নাইট্রিফাইং অনুজীব তা স্থির করো-

A. নাইট্রোব্যাকটার

B. অ্যাজোটোব্যাকটার

C. অ্যানাবিনা

D. সিউসোমোনাস

View Answer

4. নিচের কোনটি গ্রীনহাউস গ্যাস নয় তা নির্বাচন করো-

A. CO²

B. SO²

C. N²O

D. CFC

View Answer

5. সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান নির্দেশ করে-

A. উত্তর-পূর্ব ভারতের মেঘালয় অরুণাচল প্রদেশ

B. নিকোবর, সুমাত্রা এবং জাভা দ্বীপ

C. সিকিম ও তারাই অঞ্চল

D. ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল

View Answer

6.সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সঙ্গে যুক্ত তা নির্ণয় করো-

A. নাইট্রোজেন আবদ্ধকরণ

B. নাইট্রিফিকেশন

C. ডিনাইট্রিফিকেশন

D. অ্যামোনিফিকেশন

View Answer

7. 'অ্যালগাল ব্লুম' - এর কারণটি কি হতে পারে তা স্থির করো-

A. SPM বৃদ্ধি

B. গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি

C. শব্দের প্রাবল্য বৃদ্ধি

D. ইউট্রফিকেশন

View Answer

8.পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয় তা অনুমান করে লেখো-

A. সিংহলেজ বানর

B. রেড পান্ডা

C. নীলগাই

D. ভারতীয় সিংহ

View Answer

9.ইউট্রফিকেশনের প্রধান কারনটি স্থির করো-

A. তাপমাত্রার বৃদ্ধি

B. পরিপোষকের বৃদ্ধি

C. অনুজীবের সংখ্যা হ্রাস

D. মাছের সংখ্যা বৃদ্ধি

View Answer

10.নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীবানুটির নাম বেছে নিয়ে লেখো-

A. রাইজোবিয়াম

B. ক্লসট্রিডিয়াম

C. সিউডোমোনাস

D. নাইট্রোব্যাক্টর

View Answer

11.জলাশয়ে ফসফেট জাতীয় সারের মাত্রা বৃদ্ধির জন্য জলের গুণগত মান নষ্ট হওয়াকে কি বলে তার স্থির করো-

A. ইউট্রফিকেশন

B. জীববিবর্ধন

C. জৈব সঞ্চয়ন

D. অ্যালগাল ব্লুম

View Answer

12.বায়ুদূষণের ফলে সৃষ্ট রোগটি নির্বাচন করো-

A. কলেরা

B. ব্যাংকাইটিস

C. ডিসলেক্সিয়া

D. মিনামাটা

View Answer

13. রেড পান্ডা সংরক্ষণ করা হয় যে জাতীয় উদ্যানে সেটি খুঁজে নিয়ে লেখো-

A. কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান

B. নামডাফা জাতীয় উদ্যান

C. সিঙ্গালিলা জাতীয় উদ্যান

D. সুন্দরবন জাতীয় উদ্যান

View Answer

14.অ্যামোনিফিকেশন এ অংশগ্রহণকারী একটি ব্যাকটেরিয়া হল-

A. আজোটোব্যাকটার

B. নাইট্রোসোমোনাস

C. ব্যাসিলাস মাইকয়ডিস

D. সিউডোমোনাস

View Answer

15.জলে পারদ দূষণের ফলে মানবদেহের জলদূষণজাত রোগটি শনাক্ত করো-

A. ডিসলেক্সিয়া

B. মিনামাটা

C. ইটাই -ইটাই

D. হেপাটাইটিস

View Answer

16.সাইলেন্ট ভ্যালি কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত তা সনাক্ত করো-

A. সুন্দাল্যান্ড

B. ইন্দ্র-বর্মা

C. পূর্ব হিমালয়

D. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা

View Answer

17. নিচের কোনটি এক্স সিটু সংরক্ষণ এর উদাহরণ তার স্থির করো-

A. জাতীয় উদ্যান

B. ক্সায়োসংরক্ষন

C. অভয়ারন্য

D. বায়োস্ফিয়ার রিজার্ভ

View Answer

18.সর্পগন্ধার বিপন্নতার কারন নির্বাচন করো-

A. অতিব্যবহার

B. চোরাশিকার

C. বিদেশী প্রজাতির অনুপ্রবেশ

D. দূষণ

View Answer

19.নীচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া ? –

A. অ্যাজোটোব্যাকটার

B. অ্যানাবিনা

C. রাইজোবিয়াম

D. স্পাইরুলিনা

View Answer

20. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে ? –

A. সিউডোমোনাস

B. নাইট্রোব্যাকটার

C. নস্টক

D. রাইজোবিয়াম

View Answer

21. গৌণ দূষক হল –

A. PAN

B. এরোসল

C. CO

D. CO2

View Answer

22.আলোক রাসায়নিক ধোঁয়াশাতে সবসময়ে থাকে –

A. মিথেন

B. ওজোন

C. CO2

D. CO

View Answer

23. মুখ্য বায়ুদূষক হল –

A. CO2

B. CO

C. N2

D. SO2

View Answer

24. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা –

A. 50 dB

B. 55 dB

C. 60 dB

D. 65 dB

View Answer

25. জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধি হারের লেখচিত্র হল –

A. S-আকৃতির

B. J-আকৃতির

C. দুটোই

D. কোনোটিই নয়

View Answer

26. পপুলেশন ঘনত্ব গণনা করা যায় যার সাহায্যে –

A. D=S/N

B. D=N/S

C. D=S/W

D. D=W/S

View Answer

27. নীচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয় ? –

A. ক্যানসার

B. অ্যাজমা

C. ব্রংকাইটিস

D. AIDS

View Answer

28. ভ্যাসিসিন পাওয়া যায় ___গাছ থেকে। –

A. ধুতুরা

B. সর্পগন্ধা

C. বাসক

D. কুচেলা

View Answer

29. কোনটি ভারতীয় হটস্পট নয় ? –

A. পূর্বহিমালয়

B. ইন্দোবাৰ্মা

C. পশ্চিমঘাট

D. সুন্দরবন

View Answer

30. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা-

A. 13 টি

B. 12 টি

C. 11 টি

D. 10 টি

View Answer

31. বাঘকে বিপন্ন প্রাণী হিসাবে গণ্য করা হয় –

A. 1968 খ্রিস্টাব্দে

B. 1980 খ্রিস্টাব্দে

C. 1977 খ্রিস্টাব্দে

D. 1990 খ্রিস্টাব্দে

View Answer

32. নীচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত ? –

A. গির

B. বন্দিপুর

C. কাজিরাঙা

D. জলদাপাড়া

View Answer

33. কুইনাইন কোন রোগের ওষুধ –

A. অ্যাজমা

B. নিউমোনিয়া

C. টাইফয়েড

D. ম্যালেরিয়া

View Answer

34. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল –

A. অভয়ারণ্য

B. জাতীয় পার্ক

C. বায়োস্ফিয়ার রিজার্ভ

D. সংরক্ষিত বন

View Answer

35.ডাইরিয়া রোগের একটি অন্যতম কারন হল –

A. বায়ু-দূষন

B. জল-দূষন

C. মাটি-দূষন

D. শব্দ –দূষণ

View Answer

36. ক্যান্সার সৃষ্টিকারি পদার্থকে বলে –

A. কার্বনিফেরাস

B. কারজেনিক

C. কারসিনোজেন

D. কারামাইন

View Answer

37. প্র্রাচীন স্মৃতি সৌধ গুলি ক্ষয়ের প্রধান কারন –

A. বায়ু দুষন

B. গ্রীন হাউস গ্যাস

C. অ্যাসিড বৃষ্টি

D.সবকটি

View Answer

38. নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় –

A. মিথেন

B. নাইট্রোজেন

C. কার্বন-ডাই-অক্সাইড

D. ওজোন

View Answer

39. জলা জমিতে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল-

A. মিথেন

B. নাইট্রোজেন

C. কার্বন-ডাই-অক্সাইড

D. ওজোন

View Answer

40. বিশ্ব-পরিবেশ দিবস পালন করা হয় –

A. ৭ই জুন

B. ৮ই জুন

C. ১০ইজুন

D. ৫ই জুন

View Answer

Who We are:

Here We provide various subject wise question answer .
আমরা এই করোনা পরিস্থিতি তে ছাত্র ছাত্রী দের কাছে তাদের মাধ্যামিক এর প্রশ্ন উত্তর পৌঁছে দিতে চাই যারা পড়তে যেতে পারছে না।

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras Youtube Channel

আর ও দেখুন ঃ West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-I – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-II – প্রশ্ন উত্তর - Click Here
Document

0 comments:

Post a Comment