Class 10 Life Science Important Question Lesson- Part - II
WBBSE class 10th Life Science suggestion - Class 10 Life Science question answer in bengali.
এখানে আমরা ক্লাস ১০ এর জীবন বিজ্ঞান বই এর 5ম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Life Science Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer.life science class 10 in bengali mcq questions
Read this question and answer you can give all M.C.Q type answer.
পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

~: Important Question & Answer :~
~: মাধ্যামিক দশম শ্রেণী সাজেশন ও প্রশ্নোত্তর :~
1. ___ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়-
সিঙ্গালিনা
2. জলদূষণের ফলে___ বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে-
মশা
3. JFM প্রকল্পটির প্রথম চালু হয়___ অরন্যে-
আরকারি
4. ব্রংকাইটিসের জন্য দায়ী একটি দূষক হল___-
SO2/H2O বা ওজন/ধোয়া
5. একটি জীববিবর্ধক পদার্থ হলো___-
DDT/ BHC
6. সংরক্ষিত বন হলো____ সংরক্ষনের উদাহরণ-
ইনসিটু
7. একটি নাইট্রিফাইং ব্যাকটোরিয়ার উদাহরণ হল____-
নাইট্রোসোমোনাস
8. ভারতবর্ষে জীববৈচিত্র হটস্পটের সংখ্যা__ টি-
4
9. কাগজ প্রস্তুতিতে বাঁশের___ তন্তু ব্যবহৃত হয়-
সেলুলোস
10. ___ এর জন্য ভারতের একশৃংগ গন্ডার আজ বিলুপ্তির সম্মুখীন-
চোরাশিকার
11. অম্লবৃষ্টি হলো___ এর ফলাফল-
বায়ুদূষণ
12. এক্স-সিটু সংরক্ষনের উদাহরণ হলো____-
চিড়িয়াখানা
13. বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ___ -
77.17%
14. জীবদেহে প্রোটিনের একটি আবশ্যিক উপাদান ___ ।-
নাইট্রোজেন
15. ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল ___ -
NO ও NO2
16. যে সকল পদার্থ পরিবেশ দূষণ ঘটায়, তাদের ____বলে-
দূষক
17. শব্দ পরিমাপক একক হল ____-
ডেসিবেল
18. CFC হল ____ গ্যাস-
গ্রিনহাউস
19. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল ____-
ইটাই-ইটাই
20. একটি প্রাথমিক বায়ুদূষক হল ____-
কার্বন মনোক্সাইড
21. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল ___-
0.05 ppm
22. বিশ্বের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ হল ____-
চিন
23. অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় ____-
জনবিস্ফোরণ
24. ____একটি তেজস্ক্রিয় গ্যাস-
রেডন
25. বিজ্ঞানী ___ 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন-
নর্স ম্যাকমানুস
26. সমগ্র পৃথিবীতে ____ টি মেগা-ডাইভারসিটির দেশ আছে-
12
27. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা ___-
1৪টি
28. রেড পান্ডা ___ রাজ্যের জাতীয় পশু-
সিকিম
29. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল ___-
নীলগিরি
30. ___হল প্রাকৃতিক বৃক্ক-
জলাভূমি
সত্য মিথ্যা
1. মৃত্তিকাদূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রমিত হয়-
মিথ্যা
2. সহজাত প্রতিবর্ত ক্রিয়ার দুটি উদাহরণ কা হাঁচি ও কাশি-
সত্য
3. পারদঘটিত জলদূষণের ফলে মিনামাটা রোগ হয়-
সত্য
4. সাইটোকাইনিন উদ্ভিদের জরা বিলম্বিত করে-
সত্য
5. ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক হলো সুন্দরবন-
মিথ্যা
6. ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে-
সত্য
7. SPM শব্দদূষণ ঘটায়-
মিথ্যা
8. জিম করবেট ন্যাশনাল পার্ক হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান-
সত্য
9. NH3 একটি গ্রিন হাউস গ্যাস-
সত্য
10. হাঁপানির প্রধান কারণ হলো এলার্জি-
সত্য
11. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ-
সত্য
12. প্রোটিনের প্রধান উপাদান হল নাইট্রোজেন-
সত্য
13. অ্যাজোটোব্যাকটার একটি মিথোজীবী ব্যাকটেরিয়া-
মিথ্যা
14. শব্দ পরিমাপের একক হার্জ-
মিথ্যা
15. প্রধান বায়ুদূষক হল ধোঁয়াশা-
মিথ্যা
16. ধোঁয়াশা হল ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ-
সত্য
17. রেডন গ্যাসটি ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী-
সত্য
18. অধিক নাইট্রোজেন গ্রহণের ফলে শিশুদের ব্লু-বেবি সিনড্রোম দেখা যায়-
সত্য
19. বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ-
সত্য
20. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে N2O এর শতকরা পরিমাণ 16%-
মিথ্যা
21. ইউট্রফিকেশনের ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়-
সত্য
22. বর্তমানে মানুষের গেড় আয়ু 70-100 বছর-
সত্য
23. 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়-
সত্য
24. বিষুবরেখার নিকটবর্তী দেশগুলি মেগাবায়োডাইভার সিটির দেশ-
সত্য
25. সুন্দরবনে প্রায় 35 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়-
সত্য
Who We are:
Here We provide various subject wise question answer .আমরা এই করোনা পরিস্থিতি তে ছাত্র ছাত্রী দের কাছে তাদের মাধ্যামিক এর প্রশ্ন উত্তর পৌঁছে দিতে চাই যারা পড়তে যেতে পারছে না।
Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras Youtube Channel
আর ও দেখুন ঃ
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-I – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-II – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-I – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-II – প্রশ্ন উত্তর - Click Here
0 comments:
Post a Comment