Class 10 Life Science Important Question Lesson- Part - II


WBBSE class 10th Life Science suggestion - Class 10 Life Science question answer in bengali.
এখানে আমরা ক্লাস ১০ এর জীবন বিজ্ঞান বই এর 5ম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Life Science Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer.life science class 10 in bengali mcq questions
Read this question and answer you can give all M.C.Q type answer.

পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. ___ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়-

সিঙ্গালিনা

2. জলদূষণের ফলে___ বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে-

মশা

3. JFM প্রকল্পটির প্রথম চালু হয়___ অরন্যে-

আরকারি

4. ব্রংকাইটিসের জন্য দায়ী একটি দূষক হল___-

SO2/H2O বা ওজন/ধোয়া

5. একটি জীববিবর্ধক পদার্থ হলো___-

DDT/ BHC

6. সংরক্ষিত বন হলো____ সংরক্ষনের উদাহরণ-

ইনসিটু

7. একটি নাইট্রিফাইং ব্যাকটোরিয়ার উদাহরণ হল____-

নাইট্রোসোমোনাস

8. ভারতবর্ষে জীববৈচিত্র হটস্পটের সংখ্যা__ টি-

4

9. কাগজ প্রস্তুতিতে বাঁশের___ তন্তু ব্যবহৃত হয়-

সেলুলোস

10. ___ এর জন্য ভারতের একশৃংগ গন্ডার আজ বিলুপ্তির সম্মুখীন-

চোরাশিকার

11. অম্লবৃষ্টি হলো___ এর ফলাফল-

বায়ুদূষণ

12. এক্স-সিটু সংরক্ষনের উদাহরণ হলো____-

চিড়িয়াখানা

13. বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ___ -

77.17%

14. জীবদেহে প্রোটিনের একটি আবশ্যিক উপাদান ___ ।-

নাইট্রোজেন

15. ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল ___ -

NO ও NO2

16. যে সকল পদার্থ পরিবেশ দূষণ ঘটায়, তাদের ____বলে-

দূষক

17. শব্দ পরিমাপক একক হল ____-

ডেসিবেল

18. CFC হল ____ গ্যাস-

গ্রিনহাউস

19. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল ____-

ইটাই-ইটাই

20. একটি প্রাথমিক বায়ুদূষক হল ____-

কার্বন মনোক্সাইড

21. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল ___-

0.05 ppm

22. বিশ্বের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ হল ____-

চিন

23. অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় ____-

জনবিস্ফোরণ

24. ____একটি তেজস্ক্রিয় গ্যাস-

রেডন

25. বিজ্ঞানী ___ 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন-

নর্স ম্যাকমানুস

26. সমগ্র পৃথিবীতে ____ টি মেগা-ডাইভারসিটির দেশ আছে-

12

27. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা ___-

1৪টি

28. রেড পান্ডা ___ রাজ্যের জাতীয় পশু-

সিকিম

29. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল ___-

নীলগিরি

30. ___হল প্রাকৃতিক বৃক্ক-

জলাভূমি

সত্য মিথ্যা

1. মৃত্তিকাদূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রমিত হয়-

মিথ্যা

2. সহজাত প্রতিবর্ত ক্রিয়ার দুটি উদাহরণ কা হাঁচি ও কাশি-

সত্য

3. পারদঘটিত জলদূষণের ফলে মিনামাটা রোগ হয়-

সত্য

4. সাইটোকাইনিন উদ্ভিদের জরা বিলম্বিত করে-

সত্য

5. ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক হলো সুন্দরবন-

মিথ্যা

6. ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে-

সত্য

7. SPM শব্দদূষণ ঘটায়-

মিথ্যা

8. জিম করবেট ন্যাশনাল পার্ক হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান-

সত্য

9. NH3 একটি গ্রিন হাউস গ্যাস-

সত্য

10. হাঁপানির প্রধান কারণ হলো এলার্জি-

সত্য

11. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ-

সত্য

12. প্রোটিনের প্রধান উপাদান হল নাইট্রোজেন-

সত্য

13. অ্যাজোটোব্যাকটার একটি মিথোজীবী ব্যাকটেরিয়া-

মিথ্যা

14. শব্দ পরিমাপের একক হার্জ-

মিথ্যা

15. প্রধান বায়ুদূষক হল ধোঁয়াশা-

মিথ্যা

16. ধোঁয়াশা হল ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ-

সত্য

17. রেডন গ্যাসটি ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী-

সত্য

18. অধিক নাইট্রোজেন গ্রহণের ফলে শিশুদের ব্লু-বেবি সিনড্রোম দেখা যায়-

সত্য

19. বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ-

সত্য

20. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে N2O এর শতকরা পরিমাণ 16%-

মিথ্যা

21. ইউট্রফিকেশনের ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়-

সত্য

22. বর্তমানে মানুষের গেড় আয়ু 70-100 বছর-

সত্য

23. 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়-

সত্য

24. বিষুবরেখার নিকটবর্তী দেশগুলি মেগাবায়োডাইভার সিটির দেশ-

সত্য

25. সুন্দরবনে প্রায় 35 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়-

সত্য

Who We are:

Here We provide various subject wise question answer .
আমরা এই করোনা পরিস্থিতি তে ছাত্র ছাত্রী দের কাছে তাদের মাধ্যামিক এর প্রশ্ন উত্তর পৌঁছে দিতে চাই যারা পড়তে যেতে পারছে না।

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras Youtube Channel

আর ও দেখুন ঃ West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-I – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-II – প্রশ্ন উত্তর - Click Here

Class 10 Life Science Important Question Lesson- Part - I


WBBSE class 10th Life Science suggestion - Class 10 Life Science question answer in bengali.
এখানে আমরা ক্লাস ১০ এর জীবন বিজ্ঞান বই এর 5ম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Life Science Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer.life science class 10 in bengali mcq questions
Read this question and answer you can give all M.C.Q type answer.

পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. পৃথিবীর বায়ুমন্ডলে (N²) নাইট্রোজেন রয়েছে-

A. 77.17%

B. 20.60%

C. 70.17%

D. 0.03%

View Answer

2.পৃথিবীতে জীবন সৃষ্টির সময় যে গ্যাসটি বায়ুমন্ডলে অনুপস্থিত ছিল তার স্থির করো

A. মিথেন

B. অ্যামোনিয়া

C. নাইট্রোজেন

D. অক্সিজেন

View Answer

3.নিচের কোনটি ডি-নাইট্রিফাইং অনুজীব তা স্থির করো-

A. নাইট্রোব্যাকটার

B. অ্যাজোটোব্যাকটার

C. অ্যানাবিনা

D. সিউসোমোনাস

View Answer

4. নিচের কোনটি গ্রীনহাউস গ্যাস নয় তা নির্বাচন করো-

A. CO²

B. SO²

C. N²O

D. CFC

View Answer

5. সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান নির্দেশ করে-

A. উত্তর-পূর্ব ভারতের মেঘালয় অরুণাচল প্রদেশ

B. নিকোবর, সুমাত্রা এবং জাভা দ্বীপ

C. সিকিম ও তারাই অঞ্চল

D. ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল

View Answer

6.সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সঙ্গে যুক্ত তা নির্ণয় করো-

A. নাইট্রোজেন আবদ্ধকরণ

B. নাইট্রিফিকেশন

C. ডিনাইট্রিফিকেশন

D. অ্যামোনিফিকেশন

View Answer

7. 'অ্যালগাল ব্লুম' - এর কারণটি কি হতে পারে তা স্থির করো-

A. SPM বৃদ্ধি

B. গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি

C. শব্দের প্রাবল্য বৃদ্ধি

D. ইউট্রফিকেশন

View Answer

8.পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয় তা অনুমান করে লেখো-

A. সিংহলেজ বানর

B. রেড পান্ডা

C. নীলগাই

D. ভারতীয় সিংহ

View Answer

9.ইউট্রফিকেশনের প্রধান কারনটি স্থির করো-

A. তাপমাত্রার বৃদ্ধি

B. পরিপোষকের বৃদ্ধি

C. অনুজীবের সংখ্যা হ্রাস

D. মাছের সংখ্যা বৃদ্ধি

View Answer

10.নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীবানুটির নাম বেছে নিয়ে লেখো-

A. রাইজোবিয়াম

B. ক্লসট্রিডিয়াম

C. সিউডোমোনাস

D. নাইট্রোব্যাক্টর

View Answer

11.জলাশয়ে ফসফেট জাতীয় সারের মাত্রা বৃদ্ধির জন্য জলের গুণগত মান নষ্ট হওয়াকে কি বলে তার স্থির করো-

A. ইউট্রফিকেশন

B. জীববিবর্ধন

C. জৈব সঞ্চয়ন

D. অ্যালগাল ব্লুম

View Answer

12.বায়ুদূষণের ফলে সৃষ্ট রোগটি নির্বাচন করো-

A. কলেরা

B. ব্যাংকাইটিস

C. ডিসলেক্সিয়া

D. মিনামাটা

View Answer

13. রেড পান্ডা সংরক্ষণ করা হয় যে জাতীয় উদ্যানে সেটি খুঁজে নিয়ে লেখো-

A. কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান

B. নামডাফা জাতীয় উদ্যান

C. সিঙ্গালিলা জাতীয় উদ্যান

D. সুন্দরবন জাতীয় উদ্যান

View Answer

14.অ্যামোনিফিকেশন এ অংশগ্রহণকারী একটি ব্যাকটেরিয়া হল-

A. আজোটোব্যাকটার

B. নাইট্রোসোমোনাস

C. ব্যাসিলাস মাইকয়ডিস

D. সিউডোমোনাস

View Answer

15.জলে পারদ দূষণের ফলে মানবদেহের জলদূষণজাত রোগটি শনাক্ত করো-

A. ডিসলেক্সিয়া

B. মিনামাটা

C. ইটাই -ইটাই

D. হেপাটাইটিস

View Answer

16.সাইলেন্ট ভ্যালি কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত তা সনাক্ত করো-

A. সুন্দাল্যান্ড

B. ইন্দ্র-বর্মা

C. পূর্ব হিমালয়

D. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা

View Answer

17. নিচের কোনটি এক্স সিটু সংরক্ষণ এর উদাহরণ তার স্থির করো-

A. জাতীয় উদ্যান

B. ক্সায়োসংরক্ষন

C. অভয়ারন্য

D. বায়োস্ফিয়ার রিজার্ভ

View Answer

18.সর্পগন্ধার বিপন্নতার কারন নির্বাচন করো-

A. অতিব্যবহার

B. চোরাশিকার

C. বিদেশী প্রজাতির অনুপ্রবেশ

D. দূষণ

View Answer

19.নীচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া ? –

A. অ্যাজোটোব্যাকটার

B. অ্যানাবিনা

C. রাইজোবিয়াম

D. স্পাইরুলিনা

View Answer

20. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে ? –

A. সিউডোমোনাস

B. নাইট্রোব্যাকটার

C. নস্টক

D. রাইজোবিয়াম

View Answer

21. গৌণ দূষক হল –

A. PAN

B. এরোসল

C. CO

D. CO2

View Answer

22.আলোক রাসায়নিক ধোঁয়াশাতে সবসময়ে থাকে –

A. মিথেন

B. ওজোন

C. CO2

D. CO

View Answer

23. মুখ্য বায়ুদূষক হল –

A. CO2

B. CO

C. N2

D. SO2

View Answer

24. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা –

A. 50 dB

B. 55 dB

C. 60 dB

D. 65 dB

View Answer

25. জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধি হারের লেখচিত্র হল –

A. S-আকৃতির

B. J-আকৃতির

C. দুটোই

D. কোনোটিই নয়

View Answer

26. পপুলেশন ঘনত্ব গণনা করা যায় যার সাহায্যে –

A. D=S/N

B. D=N/S

C. D=S/W

D. D=W/S

View Answer

27. নীচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয় ? –

A. ক্যানসার

B. অ্যাজমা

C. ব্রংকাইটিস

D. AIDS

View Answer

28. ভ্যাসিসিন পাওয়া যায় ___গাছ থেকে। –

A. ধুতুরা

B. সর্পগন্ধা

C. বাসক

D. কুচেলা

View Answer

29. কোনটি ভারতীয় হটস্পট নয় ? –

A. পূর্বহিমালয়

B. ইন্দোবাৰ্মা

C. পশ্চিমঘাট

D. সুন্দরবন

View Answer

30. ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা-

A. 13 টি

B. 12 টি

C. 11 টি

D. 10 টি

View Answer

31. বাঘকে বিপন্ন প্রাণী হিসাবে গণ্য করা হয় –

A. 1968 খ্রিস্টাব্দে

B. 1980 খ্রিস্টাব্দে

C. 1977 খ্রিস্টাব্দে

D. 1990 খ্রিস্টাব্দে

View Answer

32. নীচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত ? –

A. গির

B. বন্দিপুর

C. কাজিরাঙা

D. জলদাপাড়া

View Answer

33. কুইনাইন কোন রোগের ওষুধ –

A. অ্যাজমা

B. নিউমোনিয়া

C. টাইফয়েড

D. ম্যালেরিয়া

View Answer

34. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল –

A. অভয়ারণ্য

B. জাতীয় পার্ক

C. বায়োস্ফিয়ার রিজার্ভ

D. সংরক্ষিত বন

View Answer

35.ডাইরিয়া রোগের একটি অন্যতম কারন হল –

A. বায়ু-দূষন

B. জল-দূষন

C. মাটি-দূষন

D. শব্দ –দূষণ

View Answer

36. ক্যান্সার সৃষ্টিকারি পদার্থকে বলে –

A. কার্বনিফেরাস

B. কারজেনিক

C. কারসিনোজেন

D. কারামাইন

View Answer

37. প্র্রাচীন স্মৃতি সৌধ গুলি ক্ষয়ের প্রধান কারন –

A. বায়ু দুষন

B. গ্রীন হাউস গ্যাস

C. অ্যাসিড বৃষ্টি

D.সবকটি

View Answer

38. নীচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় –

A. মিথেন

B. নাইট্রোজেন

C. কার্বন-ডাই-অক্সাইড

D. ওজোন

View Answer

39. জলা জমিতে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল-

A. মিথেন

B. নাইট্রোজেন

C. কার্বন-ডাই-অক্সাইড

D. ওজোন

View Answer

40. বিশ্ব-পরিবেশ দিবস পালন করা হয় –

A. ৭ই জুন

B. ৮ই জুন

C. ১০ইজুন

D. ৫ই জুন

View Answer

Who We are:

Here We provide various subject wise question answer .
আমরা এই করোনা পরিস্থিতি তে ছাত্র ছাত্রী দের কাছে তাদের মাধ্যামিক এর প্রশ্ন উত্তর পৌঁছে দিতে চাই যারা পড়তে যেতে পারছে না।

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras Youtube Channel

আর ও দেখুন ঃ West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-I – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-II – প্রশ্ন উত্তর - Click Here
Document

Class 10 Life Science Important Question Lesson- Part - I


WBBSE class 10th Life Science suggestion - class 10 Life Science question answer Expression and adaptation in bengali.
এখানে আমরা ক্লাস ১০ এর জীবন বিজ্ঞান বই এর ৪র্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Life Science Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer. Read this question and answer you can give all M.C.Q type answer.

অভিব্যক্তি ও অভিযোজন

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. পৃথিবীতে জীবন সৃষ্টির সময় যে গ্যাসটি বায়ুমন্ডলে অনুপস্থিত ছিল তা স্থির করো -

A.মিথেন

B.অ্যামোনিয়া

C.নাইট্রোজেন

D.অক্সিজেন

View Answer

2.মিলার ও উরে তাঁদের পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন তা নির্বাচন করো-

A. প্রোটিন

B. অ্যামাইনো অ্যাসিড

C. ভিটামিন

D. উৎসেচক

View Answer

3. ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম শনাক্ত করো-

A. ইক্যুয়াস

B. ইওহিপ্পাস

C. মেসোহিপ্পাস

D. মেরিচিপ্পাস

View Answer

4.'অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন' গ্রন্থের রচয়িতার নাম স্মরণ করে লেখ-

A. হারবার্ট স্পেনন্সার

B. ল্যামার্ক

C. চার্লস ডারউইন

D. ওয়ালেস

View Answer

5.নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষন করে নেয় তা স্থির করো

A. রেডগ্রন্থি

B. অগ্ৰ্ প্রকোষ্ঠ

C. গ্যাসট্রিক গ্রন্থি

D. রেটিয়া মিরাবিলিয়া

View Answer

6.'হট ডাইলিউট স্যুপ' কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন তার নাম লেখো-

A. ওপারিন

B. ল্যামার্ক

C. হ্যালডেন

D. হুগো দ্য ভ্রিস

View Answer

7.আদি ঘোড়ার কোন আঙ্গুলটি বর্তমানে ক্ষুরে রূপান্তরিত হয়েছে তার স্থির করে-

A. দ্বিতীয়

B. তৃতীয়

C. চতুর্থ

D. পঞ্চম

View Answer

8.রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তার নাম স্মরণ করে লেখো-

A. ডারউইন

B. ল্যামার্ক

C. ওপারিন ও হ্যালডেন

D. হেকেল

View Answer

9. উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যটি সনাক্ত করো-

A. গোলাকার, নিউক্লিয়াস যুক্ত

B. গোলাকার, নিউক্লিয়াস বিহীন

C. ডিম্বাকার, নিউক্লিয়াস যুক্ত

D. ডিম্বাকার, নিউক্লিয়াস বিহীন

View Answer

10. মিলার ও উরের পরীক্ষার মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল-

A. 2:2:1

B. 2:1:2

C. 1:2:2

D. 2:2:2

View Answer

11.নিচের দেওয়া উচ্চতাগুলির মধ্যে কোনটি প্লাওহিপ্পাসের উচ্চতা তা স্থির করো-

A. 60 সেমি

B. 100 সেমি

C. 120 সেমি

D. 150 সেমি

View Answer

12.'অস্তিত্বের জন্য সংগ্রাম' মতবাদটির প্রবক্তার নাম লেখো-

A. ল্যামার্ক

B. ডারউইন

C. দ্য ভ্রিস

D. ওপারিন

View Answer

13. নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয় তার স্থির করো-

A. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন

B. জীবনসংগ্রাম

C. প্রাকৃতিক নির্বাচন

D. প্রকরন

View Answer

14.মেরুদন্ডী প্রাণীদের হৃদপিন্ডের ক্রমাগত জটিলতা বৃদ্ধি বিবর্তনের যে ক্সমিক বিন্যাস নির্দেশ করে তা স্থির করো-

A. মাছ-সরীসৃপ-উভচর-পাখি ও স্তন্যপায়ী

B. মাছ-উভচর-সরীসৃপ-পাখি ও স্তন্যপায়ী

C. সরীসৃপ-উভচর-মাছ-পাখি ও স্তন্যপায়ী

D. উভচর-মাছ-সরীসৃপ-পাখি ও স্তন্যপায়ী

View Answer

15.পৃথিবীতে কোন দুটি জীব একবারে একইরকম হয় না। এর কারণ নির্ণয় করো-

A. অত্যাধিক জন্মহার

B. অস্তিত্বের জন্য জীবনসংগ্রাম

C. প্রকরণ

D. প্রাকৃতিক নির্বাচন

View Answer

16.সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য সনাক্ত করো-

A. উৎপত্তিগত ও কার্যগতভাবে ভিন্ন

B. উৎপত্তিগত গঠনগতভাবে ভিন্ন

C. গঠনগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে অভিন্ন

D. উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন ও কার্যগতভাবে ভিন্ন

View Answer

17. সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য সনাক্ত করো-

A. উৎপত্তিগত একই গঠনগত ভিন্ন

B. উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে অভিন্ন

C. কার্যগতভাবে অভিন্ন

D. গঠনগত অভিন্ন ও কার্যগতহবে ভিন্ন

View Answer

18. পায়রার দেহে প্রধান বায়ুথলির সংখ্যা-

A. চারটি

B. ন টি

C. দশটি

D. পাঁচটি

View Answer

19. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন-

A. হ্যালডেন

B. ওপারিন

C. ফক্স

D. হ্যাসলে

View Answer

20. আধুনিক ঘোড়া হল-

A. ইওহিপ্পাস

B. ইকুয়াস

C. মেসোহিপ্পাস

D. প্লায়োহিপ্পাস

View Answer

21. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃণ্ডযুক্ত প্রাণীটি হল-

A. মাছ

B. ব্যাং

C. সাপ

D. কুমির

View Answer

22. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন মতবাদটির প্রবর্তক হলেন-

A. ডারউইন

B. ভাইসম্যান

C. ল্যামার্ক

D. ডানিকেন

View Answer

23. আর্কিওপটেরিক্স-এর জীবাশ্মে যে দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হল-

A. সরীসৃপ ও স্তন্যপায়ী

B. পাক্ষী ও স্তন্যপায়ী

C. উভচর ও সরীসৃপ

D. সরীসৃপ ও পাক্ষী

View Answer

24. যে সকল উদ্ভিদ রুক্ষ, শুস্ক, উষর পরিবেশে জন্মায় তাদের বলে-

A. হ্যালোফাইট

B. মেসোফাইট

C. হাইড্রোফাইট

D. জেরোফাইট

View Answer

25. নিউম্যাটোফোর দেখা যায়-

A. আম গাছে

B. ফনীমনসা গাছে

C. পাইন গাছে

D. সুন্দরী গাছে

View Answer

26.মাছের দেহে দুপাশে অবস্থিত 'V' আকৃতির পেশিকে বলে-

A. কোরকো ব্রাকিয়ালিস

B. পেক্টোরালিস

C. বাইসেপস

D. মায়োটোম পেশি

View Answer

27. পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুরের প্যাটাজিয়াম হল-

A. সমসংস্থ অঙ্গ

B. সমবৃত্তীয় অঙ্গ

C. লুপ্তপ্রায় অঙ্গ

D. সদৃশ অঙ্গ

View Answer

28. উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হল-

A. ককলাসুন্দর স্ট্যামিনোড

B. নারকেলের পিস্টোলোড

C. ভূমিস্নস্হ কান্ডের শল্কপএ

D. সবকটি

View Answer

29. উটের কুঁজের ফ্যাট জারিত হয়ে উৎপন্ন হয়-

A. শর্করা

B. প্রোটিন

C. জল

D. গ্লিসরাল

View Answer

30. মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ টি হল-

A. কক্সিস

B. অ্যাপেনডিক্স

C. পিরামিডাল পেশি

D. নিকটিটেটিং পদা

View Answer

Who We are:

Here We provide various subject wise question answer .
আমরা এই করোনা পরিস্থিতি তে ছাত্র ছাত্রী দের কাছে তাদের মাধ্যামিক এর প্রশ্ন উত্তর পৌঁছে দিতে চাই যারা পড়তে যেতে পারছে না।

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras Youtube Channel

আর ও দেখুন ঃ West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-I – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-II – প্রশ্ন উত্তর - Click Here

Class 10 Life Science Important Question Lesson- Part - II

WBBSE class 10th Life Science suggestion - class 10 Life Science question answer Expression and adaptation in bengali. এখানে আমরা ক্লাস ১০ এর জীবন বিজ্ঞান বই এর ৪র্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Life Science Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer. Read this question and answer you can give all M.C.Q type answer.

অভিব্যক্তি ও অভিযোজন

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল______ -

View Answer

2.অস্থিযুক্ত মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গটি হলো____ -

View Answer

3.মাছের পটকার___ গ্যাস উৎপাদন করে-

View Answer

4.সমবৃত্তীয় অঙ্গ____ বিবর্তনকে নির্দেশ করে -

View Answer

5.জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী___-

View Answer

6.জীববিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী ___-

View Answer

7. ___একটি জীবন্ত জীবাশ্ম-

View Answer

8. ____হল মায়োসিন যুগের ঘোড়া-

View Answer

9.___একটি মিসিং লিংক-

View Answer

10.ক্যাকটাসের কাণ্ডকে___ বলে-

View Answer

11.পায়রার চোখে____ থাকায় দৃষ্টি শক্তি প্রখর হয়-

View Answer

12.'অঙ্গের ব্যবহার ও অব্যবহার'___সূত্র-

View Answer

13.উটের দেহে জল পাওয়া যায়___বিপাকের ফলে-

View Answer

14.তিমির ফ্লিপার ও পাখির ডানা হল _____ অঙ্গ-

View Answer

15.নিউম্যাটোফোর থাকে____উদ্ভিদে-

View Answer

সত্য ও মিথ্যা

16. সমসংস্থ অঙ্গগুলি অপসারী বিবর্তন প্রদর্শন করে-

View Answer

17. ব্যবহার ও অব্যবহার হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপদ্য

View Answer

18. উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন

View Answer

19.প্রায় 400 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল

View Answer

20. কুমিরের হৃৎপিন্ড ও চার প্রকোষ্ঠ যুক্ত

View Answer

21. প্রানের উৎপত্তির জন্য নিউক্লিক অ্যাসিড সবচেয়ে প্রয়োজনীয়

View Answer

22. উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটি হল ডানা

View Answer

23. জঙ্গল উদ্ভিদের উদাহরণ হল সুন্দরী

View Answer

24. ক্যাকটাসের কাণ্ডকে ফাইলোক্লেড বলে

View Answer

25. পায়রার পিত্তাশয় থাকে না

View Answer

26. উটের ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকে

View Answer

27.উটের চক্ষুপল্লব লম্বা লম্বা লোম দ্বারা ঘেরা থাকে

View Answer

28.আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হল ইওহিপ্পাস

View Answer

29. ক্যাকটাস জেরোফাইট উদ্ভিদ

View Answer

30. জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন স্পেনসার

View Answer

31.প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হল RNA

View Answer

32.পায়রার পিত্তাশয় থাকে না-

View Answer

33.রানি মৌমাছির উদরে ন্যাসোনড গ্রন্থি থাকে যা তাকে ফিরোমোন নিঃসরন হয়-

View Answer

34. একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্বের উদাহরণ স্কেনোডন-

View Answer

35. মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড-

View Answer

Who We are:

Here We provide various subject wise question answer .
আমরা এই করোনা পরিস্থিতি তে ছাত্র ছাত্রী দের কাছে তাদের মাধ্যামিক এর প্রশ্ন উত্তর পৌঁছে দিতে চাই যারা পড়তে যেতে পারছে না।

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras Youtube Channel

আর ও দেখুন ঃ wbbse class 10 life science notes in bengali : - West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-I – প্রশ্ন উত্তর - Click Here
West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় -Part-II – প্রশ্ন উত্তর - Click Here

Class 10 Geography Important Question Lesson- 1

মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী প্রথম অধ্যায়

WBBSE class 10th Geography suggestion - বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ. এখানে আমরা ক্লাস ১০ এর ভূগোল বই এর প্রথম অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ভূগোল ক্লাস টেন সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Geography Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Geography Suggestion and question answer. read this question and answer you can give all M.C.Q type answer.

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

grography

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী ভূগোল সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে

(ক) বহির্জাত প্রক্রিয়া

(খ) অন্তর্জাত প্রক্রিয়া

(গ) গিরিজনী আলােড়ন

(ঘ) মহিভাবক আলােড়ন

View Answer

2.লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয়প্রক্রিয়াটি হল—

(ক) অবঘর্ষ ক্ষয়

(খ) ঘর্ষণ ক্ষয়

(গ) জলপ্রবাহ ক্ষয়

(ঘ) দ্রবণ ক্ষয়

View Answer

3.পাখির পায়ের মতাে আকৃতির বদ্বীপ দেখা যায় -

(ক) নীলনদের মােহানায়

(খ) ব্রহ্মপুত্র নদের মােহানায়

(গ) গঙ্গানদীর মােহানায়

(ঘ) মিসিসিপি-মিসৌরী নদীর মােহানায়

View Answer

4.নদীর পার্শ্বক্ষয়ের ফলে-

(ক) 'I'

(খ) 'V'

(গ) 'U'

(ঘ) ডেল্টা বা '∆' আকৃতির উপত্যকা সৃষ্টি হয়

View Answer

5.মন্থকূপ সৃষ্টি হয়—

(ক) নদী

(খ) বায়ু

(গ) হিমবাহ

(ঘ) সমুদ্রস্রোতের ক্ষয়কাজের ফলে

View Answer

6.সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে বলা হয়—

(ক) হিমপ্রাচীর

(খ) হিমদ্রোণি

(গ) হিমস্তূপ

(ঘ) হিমশৈল

View Answer

7. তির্যক বালিয়াড়িকে বলে—

(ক) সিফ্

(খ) বার্খান

(গ) প্লায়া

(ঘ) লােয়েস

View Answer

8.লােহাচড়া দ্বীপ অবস্থিত-

(ক) বাংলাদেশে

(খ) পশ্চিমবঙ্গে

(গ) ওড়িশায়

(ঘ) মায়ানমারে

View Answer

9.বায়ুর সঞ্জয়কার্যের ফলে গঠিত হয়—

(ক) করি

(খ) বার্খান বালিয়াড়ি

(গ) গিরিখাত

(ঘ) ড্রামলিন

View Answer

10.নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়-

(ক) নগ্নীভবন প্রক্রিয়ায়

(খ) অবরােহণ প্রক্রিয়ায়

(গ) অবঘর্ষ প্রক্রিয়ায়

(ঘ) আরােহণ প্রক্রিয়ায়।

View Answer

Class 10 Geography Important Question Lesson- 1

মাধ্যমিক ভূগোল দশম শ্রেণী প্রথম অধ্যায়



WBBSE class 10th Geography suggetion - Important Question answer of বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ. এখানে আমরা ক্লাস ১০ এর ভূগোল বই এর প্রথম অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ভূগোল ক্লাস টেন সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE Geography Class 10th Suggestion 2021 - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Geography Suggestion and question answer. read this question and answer you can give all M.C.Q type answer.

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

~: Important Qestion & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী ভূগোল সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?

শিলামন্ডল ও ভূগর্ভের বিভিন্ন অংশের যে প্রাকৃতিক শক্তি প্রতিনিয়ত কাজ করে বিভিন্ন ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি !

2.বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?

যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে প্রতিনিয়ত কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া!

3.জলচক্র কাকে বলে?

জলের বারিমন্ডল থেকে যাত্রা শুরু করে বায়ুমণ্ডল হয়ে আবার বারিমন্ডলের ফিরে আসার এই চক্রাকার গতিকেই বলে জলচক্র!

4.নদী কাকে বলে?

নদীর হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা, যা পার্বত্য অঞ্চল উচ্চভূমিতে বৃষ্টির জল, বরফ গলা জল অথবা প্রস্রবনের জল থেকে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনা দিকে প্রবাহিত হয়, একেই নদী বলে!

5.অববাহিকা কাকে বলে?

কোন প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখানদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে কোন নদীর অববাহিকা বলা হয়!

6.জলবিভাজিকা কাকে বলে?

যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে, সেই উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল কে জলবিভাজিকা বলে! উদাহরণ: মধ্য এশিয়ার পার্বত্য ভূমি কে পৃথিবীর সর্ব প্রধান জলবিভাজিকা বলা হয়.

7.পৃথিবীর সর্ব প্রধান জলবিভাজিকা কি?

মধ্য এশিয়ার পার্বত্য ভূমি হলো পৃথিবীর সর্ব প্রধান জলবিভাজিকা.

8.আদর্শ নদী কাকে বলে?

যে সমস্ত নদীর তিনটি গতি উচ্চগতি মধ্যগতি নিম্নগতি স্পষ্ট দেখা যায় তাকে আদর্শ নদী বলে . যেমন গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদি.

9. জলপ্রবাহ ক্ষয় কাকে বলে?

পার্বত্য অঞ্চলে নদীর স্রোতের প্রবল আঘাতের ফলে নদী খাত ও নদীর দু'পাশে থাকা পাথর খন্ড গুলির ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং নদীর স্রোতের সঙ্গে বহু দূরে বাহিত হয় একে জলপ্রবাহ বলে.

10.অবঘর্ষ ক্ষয় কাকে বলে?

নদীবাহিত পাথর খণ্ডের সঙ্গী নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়, যা নদীখাতকে আরো তাড়াতাড়ি ঘর আয় করতে সাহায্য করে. নদীর ক্ষয় কাজের এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলা হয়!

11.ঘর্ষণ ক্ষয় কাকে বলে?

নদীর পাথর খন্ড গুলি একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয় প্রথমে ছোট ছোট মসৃণ গোলাকার পাথর খণ্ডে এবং অবশেষে বাড়ি তে পরিণত হয় এই প্রক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলে.

12.+দ্রবণ ক্ষয় কাকে বলে…?

অনেক সময় লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর জলে দ্রবীভূত অম্লের পূর্বের রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে দ্রবণ ক্ষয় বলে.

13.লম্ফদান প্রক্রিয়া কি?

নদীর স্রোতের টানে কিছু কিছু শিলাখণ্ড নদী খাতে বারবার ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে চলে এবং কালক্রমে নদী পথে প্রবাহিত হয়. এই খেলাম প্রদান প্রক্রিয়া বলে.

14. টীকা লেখ:

'v' আকৃতির উপত্যকা:

নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদী প্রধানত নিম্নক্ষয়ই করে বলে নদীখাত প্রথমে "I" আকৃতির এবং পরে অববাহিকার ও জলপ্রবাহের দ্বারা পার্শ্বক্ষয়ের ফলে ক্রমশ 'V'অক্ষরের আকার ধারণ করে বলে ,একেই বলে ভি আকৃতির নদী উপত্যকা.

গিরিখাত:

বৃষ্টিবহুল উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্ন ক্ষয় এর মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর হয়। এই ধরনের অতি গভীর ও সংকীর্ণ উপত্যকা কে গিরিখাত বলা হয় । কোন কোন দেশের সঙ্গে পার্শ্ববর্তী পর্বতের চূড়ায় উচ্চতার পার্থক্য প্রায় কয়েক হাজার মিটার হয় ।
উদাহরণ: সাধারনত হিমালয় প্রভৃতি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলের গিরিখাত দেখতে পাওয়া যায় । হিমালয় পর্বতে অবস্থিত নেপালের কালী গণ্ডক নদীর কালী গণ্ডকী গিরিখাতটি হল বিশ্বের গভীরতম গিরিখাত। এর সর্বাধিক গভীরতা 5480 মিটার ।

ক্যানিয়ন:

মরু প্রায় শুষ্ক অঞ্চলের প্রতি সংকীর্ণ ও অতি গভীর গিরিখাত কে ক্যানিয়ন বলা হয় ।
উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হল পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন । এর দৈর্ঘ্য হল 483 কিলোমিটার , প্রস্থ 12 কিলোমিটার , এবং সর্বাধিক গভীরতা 1.9 কিলোমিটার ।

15. বিশ্বের বৃহত্তম গিরিখাত কি?

হিমালয় পর্বতে অবস্থিত নেপালের কালী গণ্ডক নদীর কালী গণ্ডকী গিরিখাত টি হলো বিশ্বের গভীরতম গিরিখাত।

16. বিশ্বের বৃহত্তম ক্যানিয়ন কি?

আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হল পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন।

17. বিশ্বের গভীরতম ক্যানিয়ন কি?

তিব্বতের ইয়ারলুং জ্যানবো হলো পৃথিবীর গভীরতম ক্যানিয়ন।

Class 10 History Important Question Answer Lesson- 1

WBBSE Class 10th History suggetion - Important Question Answer . এখানে আমরা ক্লাস ১০ এর ইতিহাস বই এর প্রথম অধ্যায় এর কিছু important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী ইতিহাস সাজেশন ও প্রশ্নোত্তর -WBBSE History Class 10th Suggestion - এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik History Suggestion and question answer. Read this question and answer you can give all M.C.Q type answer.

ইতিহাসের ধারনা

~: History Important Qestion & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. 'ম্যাডনেস অ্যাণ্ড সিভিলাইজেশন' কার লেখা ?

View Answer

2. 'ডাস ক্যাপিটাল' কার লেখা ?

View Answer

3. ইন্ডিয়া টুডে নামক গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন?

View Answer

4. 'ফিউডাল সোসাইটি' কার লেখা?

View Answer

5. লাদুরির লেখা একটি গ্রন্থের নাম লেখ?

View Answer

6. 'আধুনিক ইতিহাসের জননী' কাকে বলা হয় ?

View Answer

7. 'আধুনিক ইতিহাসের জননী' কাকে বলা হয়

View Answer

8.ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কত সালে?

View Answer

9.ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়?

View Answer

10. ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স বা ICC কবে প্রতিষ্ঠিত হয়?

View Answer

11. 'বাপি বাড়ি যা'-কার লেখা?

View Answer

12. একাদশে সূর্যোদয় এবং বিদ্রোহী মারাদোনা কার লেখা ?

View Answer

13. 'কেকের দেশ' হিসাবে পরিচিত লাভ করে কোন দেশ?

View Answer

14. ভারতে আলু চাষের প্রচলন করে কারা ?

View Answer

15. 'মোগল আমলের খানাপিনা' কার লেখা গ্রন্থ?

View Answer

16.ফুড ইনহিষ্টি- বইটি কার লেখা?

View Answer

17.'ঠাকুর বাড়ির অনন্দ মহল' কার লেখা?

View Answer

18. 'কাওয়ালীর জনক' কাকে বলা হয়?

View Answer

19. মান্নাদের লেখা আজীবনীর নাম কি?

View Answer

20. কথাকলি কোনজায়গার নৃত্য ?

View Answer

Here we provide various subject wise question answer .

Recent we will upload a explanation video in bengali where the poor students can understand each question answer benagli meanings. So stay tuned to subscribe our channel and keep on notification Pyapiras Youtube channel

WBBSE Madhyamik syllabus 2021

west Bengal Madhyamik syllabus 2021

Update::

Date of 2021 madhyamik exam after COVID 19 : In west Bengal  Madhyamik Exam cancelled due to covid. but if student want to give exam they can.


The West Bengal Board of secondary Education has reduced 30-35% of the syllabus in all the subjects for madhyamik pariksha ,2021
 

  West Bengal Board Bengali new syllabus 2021

West Bengal Board English new syllabus 2021
West Bengal Board History new syllabus 2021

West Bengal Board Geography new syllabus 2021

West Bengal Board Life Science new syllabus 2021

West Bengal Board Physical Science new syllabus 2021

West Bengal Board Mathematics new syllabus 2021

This is your English Bengali Mathematics physical Science Life Science History Geography Syllabus 2021 West Bengal Board madhyamik Examination Syllabus

you can get all subject syllabus for class 10 2021 candidate

You can read from here your English,Life Science and bengali MCQ question.

Click Here

Wish you best of luck.

Class 10 Life Science Important Question Lesson-বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

WBBSE class 10th Life Science suggestion - Important Question answer of Heredity and common genetics Diseases . এখানে আমরা ক্লাস ১০ এর বই জীবনবিজ্ঞান এর 3 অধ্যায় এর important প্রশ্নোত্তর দিয়েছি। এগুলি খুব ই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । দশম শ্রেণী জীবনবিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর -বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ক্লাস টেন-WBBSE Life Science Class 10th Suggestion in bengali - life science class 10 bengali এই সালের মাধ্যামিক পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। WBBSE Class 10th (X) Madhyamik Life Science Suggestion and question answer in bengali. read this question and answer you can give all M.C.Q type answer.

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

UNIT -III

~: Important Question & Answer :~

~: মাধ্যামিক দশম শ্রেণী জীবনবিজ্ঞান সাজেশন ও প্রশ্নোত্তর :~

1. দুটি সংকর লম্বা গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত কালো গিনিপিগের সংখ্যা নির্বাচন করো-

A. 25%

B. 50%

C. 75%

D. 100%

View Answer

2. মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের উপর নির্ভর করে তা নির্ণয় করো-

A. অটোজোমমের উপর

B. X এবং y ক্রোমোজোমের উপর

C. Y ক্রোমোজোমের উপর

D. X ক্রোমোজোমের উপর

View Answer

3. পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তা গণনা করো-

A. 100%

B. 25%

C. 75%

D. 50%

View Answer

4. Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা বিশ্লেষণ করে লেখ-

A. 2

B. 3

C. 1

D. 4

View Answer

5. একজন বর্ণান্ধতা রোগের বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক নির্বাচন করো-

A. সকল কন্যা বর্ণান্ধ

B. 25% পুত্র সন্তান স্বাভাবিক ও 25% পুত্র সন্তান

C. সকল পুত্র স্বাভাবিক

D. সকল কন্যা স্বাভাবিক

View Answer

6. দুটি সংকর লম্বা (Tt) উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘাটালে F2 জনুতে কত শতাংশ সংকর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে, তা নির্ধারণ করো-

A. 0%

B. 25%

C. 50%

D. 100%

View Answer

7. কোনটি থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্কিত নয় তা শনাক্ত করে -

A. যৌন ক্রোমোজোমবাহিত রোগ

B. অটোজোমবাহিত রোগ

C. অ্যানিমিয়ার সৃষ্টি

D. প্লীহার বৃদ্ধি

View Answer

8. পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হতে পারে তা গণনা করে লেখ-

A. 100%

B. 50%

C. 75%

D. 25%

View Answer

9. কোন রোগটি পুরুষের মধ্যে বেশি দেখা যায় তার নির্বাচন করো-

A. ক্যানসার

B. থালাসেমিয়া

C. যক্ষা

D. লাল সবুজ বর্ণান্ধতা

View Answer

10. মেন্ডেলে তার বংশগতিবিদ্যার পরীক্ষায় জন্য মটর গাছের কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন -

A. সাত জোড়া

B.পাঁচ জোড়া

C.দশ জোড়া

D. নয় জোড়া

View Answer

11. AABb থেকে প্রাপ্ত গ্রামেটের প্রকারভেদ গণনা করো-

A. 8

B. 3

C. 2

D. 4

View Answer

12. BbRr জিনোটাইপ নিচের কোন ফিনোটাইপ নির্দেশ করে তা স্থির করো-

A. কালো ও কর্কশ

B. কালো ও মসৃণ

C. সাদা ও কর্কশ

D. সাদা ও মসৃণ

View Answer

13. মেন্ডেলের তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হয় তার স্থির করো -

A.স্বাধীন সঞ্চারণ সূত্র

B. প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র

C.পৃথকীভবনের সূত্র

D. পরিব্যক্তি সূত্র

View Answer

14. কন্যাসন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্বাচন করো-

A. কেবল বাবা বর্ণান্ধ হলে

B. কেবল মা বর্ণান্ধ হলে

C. মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে

D. মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে

View Answer

15. নিচের কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ নির্দেশ করে তা নির্বাচন করো-

A. BbRR

B. bbRr

C. BBRR

D. BbRr

View Answer

16. নিচের কোনটি জিনগত রোগ নয় তা স্থির করো-

A. বর্ণান্ধতা

B. থ্যালাসেমিয়া

C. ম্যালেরিয়া

D. হিমোফিলিয়া

View Answer

17.পৃথিবীতে কোন দুটি জীব একবারে একই রকম হয় না এই নির্ণয় করে-

A.অত্যধিক জন্মহার

B.অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম

C.প্রকরন

D.প্রাকৃতিক নির্বাচন

View Answer

18. এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত হল-

A.3:1

B.1:2:1

C.9:3:3:1

D. 1:1:1:1

View Answer

19. দ্বি সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপ অনুপাত হল-

A. 9:3:3:1

B. 12:3:1

C.9:7

D.1:4:6:4

View Answer

20. মেন্ডেল প্রবর্তিত বংশগতির সম্পর্কিত দ্বিতীয় সূত্রটি হল-

A. প্রকটতার সূত্র

B.পৃথকীভবন সূত্র

C.স্বাধীন বিন্যাস সূত্র

D.প্রচ্ছন্নতার সূত্র

View Answer

21. দ্বিসংকর জনন পরীক্ষা F2 জনুর জিনোটাইপ অনুপাত হল-

A. 9:3:3:1

B. 12:3:1

C. 9:7

D. 1:2:2:4:1:2:1:2:1

View Answer

22. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হলো-

A. TT

B. Tt

C. tt

D. TTtt

View Answer

23. একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম সংযুক্তি হলো-

A. 44A+xy

B. 44A+xx

C. 44A+yy

D.44A+xxy

View Answer

24. একটি শুদ্ধ কালো BB ও একটি শুদ্ধ সাদা (bb)বর্ণের গিনিপিগের একসংকরায়ন পরীক্ষায় F2 জনুর কালো ও সাদা অনুপাত হবে-

A. 1:2

B. 2:1

C. 1:3

D. 3:1

View Answer

25. RrWw জিনেটাইটযুক্ত জীব থেকে যত প্রকার গ্যামেট সৃষ্টি হয় তার সংখ্যা-

A. 2টি

B. 4টি

C. 6টি

D. 8টি

View Answer

26. মেন্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিল?-

A সাত জোড়া

B. দশজোড়া

C. এক জোড়া

D. পাঁচ জোড়া

View Answer

27. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি হবে-

A.Tt

B.TT

C. tt

D.TTtt

View Answer

28. মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুন-

A. লম্বা

B.বেঁটে

C.সংকর বেটে

D.সংকর লম্বা

View Answer

29. মেন্ডেলের প্রথম সূত্রটি হল-

A. প্রকটতার সূত্র

B.স্বাধীন সঞ্চরনের সূত্র

C.পৃথকভবনের সূত্র

D.কোনোটিই সঠিক নয়

View Answer

30. মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুন ছিল-

A.বেঁটে গাছ

B.সাদা ফুল

C.হলুদ ফুল

D.বেগুনি ফুল

View Answer

~--শূন্যস্থান--~
31.বংশগতির একক হল ______________

View Answer

32.ক্রোমোজোমের পরিবর্তনের ফলে জীবের সৃষ্টি হয়........

View Answer

33.বিপরীতধর্মী জিনযুক্ত জীবকে বলে........

View Answer

34.........রোগে দেহের লোহা জমে

View Answer

35.মেন্ডেলের সূত্রে একটি ব্যতিক্রমী ঘটনা হলো..........

View Answer

36.বর্ণান্ধতা রোগের জিনটি......... ক্রোমোজোমে থাকে

View Answer

37. মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল.......... ও..........

View Answer

38.ফ্যাক্টর কথাটি প্রথম ব্যবহার করেন........

View Answer

39.বংশগতি ও......... একে অপরের পরিপূরক

View Answer

40.মানুষের 'Y' ক্রোমোজোমে......... জিন বর্তমান

View Answer

41. .........বংশগতির জনক

View Answer

সত্য ও মিথ্যা
42.সংকর লম্বা মটর গাছের জিনোটাইপ হল Tt

View Answer

43.11 জিনোটাইপ দ্বারা বিশুদ্ধ বেঁটে মটর গাছকে বোঝানো হয়

View Answer

44.জীবের প্রকরনে প্রধান কারণ হল পরিবেশের প্রভাব

View Answer

45.44A+xy হল একজন স্বাভাবিক মানুষের ক্রোমোজোম সংখ্যা

View Answer

46.মেন্ডেলের আবিষ্কৃত দ্বিতীয় সূত্রটি হল পৃথকীকরণের সূত্র

View Answer

47. প্রকরনে লাল ও সবুজ বর্ণান্ধতা বেশি দেখা যায়

View Answer

48.AA BB CC জিন থেকে দুই প্রকার গ্রামের উৎপন্ন হবে

View Answer

49.Tt x tt হল টেস্ট ক্রস

View Answer

50.সংলগ্ন কানের লতি প্রকট চরিএ

View Answer

51. রাতকানা রোগ একটি বংশগত রোগ

View Answer

52.X ক্রোমোজোম অ্যাক্রোসেন্টিক

View Answer

53. দ্বিসংকর জননের টেস্ট ক্রোসের অনুপাত 1:1:1

View Answer

54. XX হল পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম-

View Answer

55.মানুষের ক্ষুদ্রতম জিনটি হল ZFY -

View Answer

56. মানুষের লিঙ্গ নির্ধারণে X এবং Y ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে-

View Answer

আর ও দেখুন ঃ West Bengal WBBSE Class 10th Life Science Question Answer in bengali | দশম শ্রেণী জীবনবিজ্ঞান –প্রশ্ন উত্তর - Click Here West Bengal WBBSE Class 10th Life Science Question Answer | দশম শ্রেণী জীবনবিজ্ঞান – জীবনের প্রবাহমানতা – প্রশ্ন উত্তর - Click Here